Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের কাছে অল্পের জন্য হারলো সালমারা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৮, ২:৪৩ পিএম
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে সহজে হারিয়ে ভালো কিছুর জানান দিয়েছিল বাংলাদেশ। এবার পাকিস্তানের বিপক্ষে অল্পর জন্য হারতে হলো টাইগ্রেসদের। ৮ রানের ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের প্রোভিডেন্স ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করতে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১০৬ রান করে পাকিস্তান। জবাবে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৮ রান করে বাংলাদেশ। পাকিস্তানের হয়ে ওপেনার আয়েশা জাফর ১৮, বিসমাহ মারুফ ইনিংস সর্বোচ্চ ২২, অধিনায়ক জাভেরিয়া খান দ্বিতীয় সর্বোচ্চ ২১ আর নিদা দার ১৯ রান করেন। বাংলাদেশের হয়ে সালমা খাতুন ও খাদিজাতুল কুবরা দুটি, রুমানা আহমেদ ও ফাহিমা খাতুন একটি করে উইকেট পান। ১০৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে টপঅর্ডার ব্যর্থ হয় বাংলাদেশের।
 
শামিমা সুলতানা ৯, আয়েশা রহমান ৮, ব্যাটিং অর্ডার বদলে উপরের দিকে নামা জাহানারা আলম ২ রান করে বিদায় নেন। ফারজানা হক মাঝে কিছুটা চেষ্টা করেছিলেন। তবে, ২৮ রানের বেশি করতে পারেননি। নিগার সুলতানা (৩), সানজিদা ইসলাম (৩) দ্রুত বিদায় নেন। রুমানা আহমেদ ১০ রান করেন। শেষ দিকে লতা মন্ডল ১১ বলে ১০ রান করে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি। পাকিস্তানের পক্ষে বল হাতে আইমান আনোয়ার, সানা মির, বিসমাহ মারুফ দুটি করে উইকেট নেন। 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সালমারা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ