পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া ১০১ মিলিয়ন ডলার (৮০০ কোটি টাকা) এর মধ্যে ৭০ মিলিয়ন ডলার (সাড়ে ৫০০ কোটি টাকা) হ্যাকারদের পকেটে চলে গেছে। এ টাকা উদ্ধারের তেমন আশা নেই। গতকাল শুক্রবার বিশ্বখ্যাত সংবাদমাধ্যম বøুমবার্গকে একথা বলেছেন অর্থমন্ত্রী।
বøুমবার্গ এ বিষয়ে ‘হ্যাকারস মে পকেট অ্যাবাউট ৭০ মিলিয়ন ডলার ইন বাংলাদেশ সাইবার হেইস্ট’ (বাংলাদেশে সাইবার ডাকাতির ৭০ মিলিয়ন ডলার হ্যাকারদের পকেটে) শিরোনামের একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে আবুল মাল আব্দুল মুহিতকে উদ্ধৃত করে আরো লেখা হয়েছে, ‘গত ফেব্রæয়ারিতে নিউইয়র্ক ফেডারেল ব্যাংক থেকে চুরি হওয়া টাকার বড় অংশ ৮১ মিলিয়ন যেখানে গিয়েছিল, সেই ফিলিপাইন থেকে বড়জোর ১০ মিলিয়ন ডলার উদ্ধার করা যাবে। বাকিটা আসলে কোথায় গিয়েছে সেই খোঁজ নেওয়াও অসম্ভব হয়ে পড়েছে।’
অর্থমন্ত্রী বলেন, ‘যেভাবে টাকাটা সরেছে তাতে এর দ্বারা কারা লাভবান হলো তা বলা মুশকিল হয়ে পড়েছে।’ তবে টাকার বেশির ভাগ জুয়ার আসরগুলোয় গেছে বলে জানান তিনি। এছাড়া অর্থমন্ত্রী বলেছেন, ‘অবশ্যই আমাদের কিছু লোকও এতে জড়িত ছিল।’ এ বিষয়ে তদন্ত চলছে। ফিলিপাইনও তদন্ত চালাচ্ছে। জড়িত থাকার বিষয়ে আরো জানতে চাইলে মন্ত্রী বলতে রাজি হননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।