পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
লেনদেনের অর্থ দ্রুত নিষ্পত্তিতে দেশের শেয়ারবাজারেও আন্তঃব্যাংক লেনদেনে ব্যবহৃত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) চালু করা জরুরি। আর এটি চালু হলে শেয়ারবাজারের লেনদেন ছয়গুণ বাড়বে বলে দাবি করেছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ।
গত রোববার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনের নাগরিক সেবায় উদ্ভাবন ‘ইনোভেশন শোকেসিং’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবি আর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া সভাপতিত্ব করেন। প্রধান অথিতি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ।
জামাল উদ্দিন বলেন, ‘এখন শেয়ার লেনদেনের অর্থ নিষ্পত্তিতে সময় লাগে তিন দিন। শেয়ারবাজারে আরটিজিএস চালু হলে প্রতি মিনিটে লেনদেন নিষ্পত্তির অর্থ ব্যাংক হিসাবে জমা হবে। এতে করে শেয়ারবাজারে একদিকে গতি বাড়বে। অন্যদিকে লেনদেনও এখনকার চেয়ে ছয়গুণ বাড়বে। আরটিজিএস হলো বাণিজ্যিক ব্যাংকগুলোর স্বয়ংক্রিয় এবং তাৎক্ষণিক ব্যাংকিং লেনদেনের সুবিধা। এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে আরটিজিএস ব্যবস্থায় এক লাখ টাকা বা তদূর্ধ্ব অঙ্কের লেনদেন তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করা যায়।
বাংলাদলেশ অর্থনীতি সমিতির এ সম্পাদক বলেন, ‘আর্থিক খাতকে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতির ব্যবহার বাধ্যতামূলক। ডিজিটাল পদ্ধতিতে রাজস্ব আদায় করলে তা কয়েক বছরেই তিন গুণ বাড়বে। বর্তমানে ৬৪ জেলায় এনবি আরের কার্যক্রম চলছে। কিন্তু প্রতিটি উপজেলা পর্যায়ে এ কার্যক্রম নেয়া দরকার। আর তা সম্ভব হলে কয়েক বছরেই বর্তমান বাজেটের তিন গুণ বাজেট দেয়া সম্ভব।’
তিনি বলেন, ‘ই-পেমেন্টে দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। পাশাপাশি ঝুঁকিও বাড়ছে।’ তাই ই-সেবায় ঝুঁকি মোকাবেলা নিশ্চিতের পরামর্শ দেন জামাল উদ্দিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।