Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অক্টোবরে রেমিট্যান্স ১২৪ কোটি ডলার

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

চলতি অর্থবছরের অক্টোবর মাসে প্রবাসীরা দেশে ১২৩ কোটি ৯১ লাখ ডলার পাঠিয়েছেন। অর্থবছরের প্রথম চারমাসে (জুলাই-অক্টোবর) মোট রেমিট্যান্স এসেছে ৫০৯ কোটি ৫৭ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৪৫৫ কোটি ৩৮ লাখ ডলার। ফলে এক ছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৫৪ কোটি ১৯ লাখ।

গত রোবাবর প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, জুলাই মাসে এসেছে ১৩১ কোটি ৮২ লাখ ডলার, আগস্ট মাসে ১৪১ কোটি ১০ লাখ ডলার ও সেপ্টেম্বর মাসে এসেছে ১১২ কোটি ৭৩ লাখ ডলার। প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর শেষে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ কোটি মার্কিন ডলার, বিশেষায়িত দু’টি ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৫০ লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯৩ কোটি ডলার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেমিট্যান্স

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ