Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে সম্পন্ন হলো কনস্টেবল প্রশিক্ষণ

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারস্থ নোয়াখালীর সংযুক্ত ট্রেনিং সেন্টার রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ)-এ সিলেট ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ৫ম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সমাপনী কুচকাওয়াজ সম্পন্ন হয়েছে। গতকাল রোববার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা পুলিশ পরিদর্শক পরিমল চন্দ্র দেব ও পুলিশ হেড কোয়ার্টার নারী সদস্য রুমি সিদ্দিকার যৌথ পরিচালনায় সিলেট আরআরএফের কমান্ড্যান্ট (এসপি) মো. মাহমুদুর রহমান পিপিএমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জ ডিআইজি কামরুল আহসান পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি কামরুল আহসান বলেন, বাংলাদেশ পুলিশ দেশের জন্য গৌরব অর্জন করে আসছে। আশা করি তোমরা আগামী দিনে দেশের জন্য নিবেদিত হয়ে কাজ করবে। তিনি আরোও বলেন এখন থেকে দেশের জন্য কাজ করার সুযোগ শুরু হলো। আশাকরি তোমরা সততা ও নিষ্ঠার মাধ্যমে পুলিশ বাহিনীর জন্য সম্মান বয়ে নিয়ে আনবে।
প্রশিক্ষণ প্রাপ্তদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মো. বরকত উল্লাহ খান, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. শাহজালাল, অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি ডিসি (দক্ষিণ) সুহেল রেজা।
এছাড়াও এসএমপি, আরআরএফ ও সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সহকারী পুলিশ সুপারবৃন্দ, পুলিশের বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন। লালাবাজারস্থ আরআরএফ নোয়াখালী পুলিশ ট্রেনিং স্কুলের সংযুক্ত ট্রেনিং সেন্টার হিসেবে ৫র্থ বারের মত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) ৬ মাস মেয়াদী ট্রেনিং সম্পন্ন করেন। টিআরসি ৫ম ব্যাচে নোয়াখালী ১৫৪ জন। তার মধ্যে সাধারণ ১১০ জন, মুক্তিযোদ্ধা ২৫ জন, পোষ্য ১৮ জন, এতিম ১ জন, পূর্বের টিআরসি ৩ জন। মুন্সীগঞ্জ জেলার ৬৮ জন। সাধারণ ৫৬ জন, মুক্তিযোদ্ধা ৮ জন, পোষ্য ২ জন, আনসার ২ জন। সর্বমোট ২২২ জন কনস্টেবল তাদের ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কনস্টেবল প্রশিক্ষণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ