প্রশ্ন : বিদেশ থেকে দেশে ফিরলে মুসাফির থাকা প্রসঙ্গে।
প্রশ্নের বিবরণ : আমি ২৩ বছর হল অষ্ট্রেলিয়া থাকি এবং বলতে গেলে এটাই এখন আমার পারমানেন্ট ঠিকানা। দেশে যাওয়া হয় খুব কম, তবে যখন যাই
উত্তর : আপনার বোনের ওয়ারিশ সর্বাবস্থায় দিতে হবে। আপনি যদি মামা হিসেবে কোনো বিনিময় ছাড়াই এ চার সন্তানের দায়-দায়িত্ব পালন করার ক্ষমতা রাখেন এবং খুশি মনে তা করে থাকেন, তা হলে এতে আপনি এতিম পালন। আত্মীয়তার হক আদায়সহ বহু রকমভাবে বিশাল সওয়াবের অধিকারী হবেন। আর যদি মনে করেন তাদের মায়ের, অর্থাৎ আপনার বোনের সম্পত্তি থেকে এসব করছেন, সেটাও পারেন। তবে সম্পত্তির পরিমাণ হিসাব করে আলাদাভাবে তাদের পেছনে কৃত সমস্ত ব্যয়ের সাথে সমন্বয় করতে হবে। যদি ব্যয়ের পরও সম্পত্তি থেকে যায়, তা হলে তা তাদের বুঝিয়ে দিতে হবে। আর যদি সম্পত্তির চেয়েও আপনার ব্যয় বেশি হয়ে যায়, তাহলে আর তারা সম্পত্তি পাবে না। বাড়তি খরচটুকু তাদের প্রতি ইহসান বা মামার অনুগ্রহ হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে। তবে মনে রাখতে হবে, সঙ্গতি থাকলে তাদের লালন-পালন ও আনুষাঙ্গিক ব্যয় নিজ থেকে করতে পারা খুব বড় সৌভাগ্যের ব্যাপার। হাদিস শরিফে স্পষ্ট বলা আছে। নবী করিম সা. বলেন, ‘আমি ও এতিমের লালন-পালনকারী জান্নাতে এভাবে পাশাপাশি থাকব (নবী সা. তখন দু’টি আঙ্গুল একসাথে মিলিয়ে দেখান, এভাবে)।’ যদিও এরা পিতা বেঁচে থাকায় বাস্তব অর্থে এতিম নয়, কিন্তু দরিদ্র ও অসহায় তো বটেই। ব্যবহারিক ক্ষেত্রে এতিমও বলা চলে। অপর হাদিসে আছে, ‘যে ব্যক্তি তিনটি/দু’টি/এমনকি একটি মেয়েকে লালন-পালন, সুশিক্ষা ও উত্তম স্থানে পাত্রস্থ করবে, সে অবশ্যই জান্নাতি।’ এটি নিজের মেয়ের ক্ষেত্রে, আর যদি মেয়েগুলো অন্যের হয়, আর কেউ ইহসান করে তাদের এই সেবাটুকু করে তা হলে সে তো আরো বড় জান্নাত পাবে। যা ইনশাআল্লাহ আপনার ভাগ্যে জুটেছে। এখন আপনি ইচ্ছা করলে নিজ তহবিল থেকেও এসব করতে পারেন। প্রয়োজনে তাদের সম্পত্তি থেকেও পারেন, অথবা ইনসাফের সাথে এ দু’য়ের সমন্বয়ও করতে পারেন। তাদের পিতা অর্থাৎ আপনার ভগ্নিপতির অংশটি ব্যয় করা নিয়েও আপনাকে এ আলোকেই ভাবতে হবে। সিদ্ধান্ত আপনার ওপর।
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
ইসলামিক প্রশ্নোত্তর বিভাগে প্রশ্ন পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।