Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাজের জিনিস ফিটকিরি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম


ফিটকিরি কাচের মু আধা স্বচ্ছ পদার্থ। এটি একটি খনিজ দ্রব্য, তবে এখন কৃত্রিম ভাবে তৈরি হয়। সাধারণত শেভ করার পর মুখে ফিটকিরি লাগানো হয়। তাছাড়া পানি পরিশোধন করতেও ফিটকিরি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আবার ত্বকের সমস্যা থেকে শরীরে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঠেকাতে ফিটকিরি খুবই কাজের জিনিস।
ফিটকিরি নানা কাজে লাগে। এখানে এর দরকারি ৫টি ব্যবহার সম্পর্কে উল্লেখ করা হল :
১. অনেকের মুখে ব্রণ হয়। এক্ষেত্রে ফিটকিরি ব্যবহার করতে পারেন। এক চামচ মুলতানি মাটি, দু’চামচ ডিমের সাদা অংশ ও এক চামচ ফিটকিরি গুঁড়ো দিয়ে প্যাক তৈরি করুন। তারপর প্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ভাল করে দুয়ে ফেলুন। এ ভাবে সপ্তাহে অন্তত তিন দিন এই মিশ্রণ মুখে মাখুন। দ্রæত উপকার মিলবে।
২. দাঁতের ফাঁকে জমে থাকা ব্যাকটেরিয়ার কারণে অনেক সময় মুখে গন্ধে হয়। ফিটকিরি এই ব্যাকটেরিয়া দ‚র করতে সক্ষম। এক গøাস গরম পানি নিন, তার মধ্যে এক চিমটে লবণ আর ফিটকিরির গুঁড়ো মেশান। মিশ্রণ ঠান্ডা হলে, তা দিয়ে কুলকুচি করুন। নিয়মিত ঘুম থেকে উঠে আর ঘুমোতে যাওয়ার আগে এই ভাবে কুলকুচি করতে পারলে মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার থেকে দ্রæত মুক্তি মিলবে।
৩. মুখের ভিতরে কোনও ঘা হলে, সেখানে ফিটকিরি লাগান। জ্বালা করতে পারে, কিন্তু মুখের ঘা তাড়াতাড়ি শুকোবে। তবে এই সময় মুখের লালা গিলে ফেলবেন না।
৪. বয়স কাউকে রেয়াত করে না। আপনার মুখে, চেহারায় বয়সের ছাপ পড়ে যাচ্ছে? চিন্তা করবেন না। এক টুকরো ফিটকিরি পানিতে ভিজিয়ে তা মুখে ভাল করে ঘষুন। তার পরে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। সুফল পাবেন।
৫. শিশুদের নিয়ে নানা সমস্যার মুখে পড়তে হয়। যেমন তাদের মাথায় প্রায়ই উকুন হয়। এক্ষেত্রে পানিতে ফিটকিরি গুঁড়ো মিশিয়ে তার মধ্যে একটু চা গাছের তেল (টি ট্রি অয়েল) মেশান। এবার ১০ মিনিট ধরে মাথার ত্বকে (স্কাল্পে) মাসাজ করুন। এর পরে শ্যাম্পু করে নিন। দ্রæত ফল মিলবে। খবর ডেইলি হান্ট।



 

Show all comments
  • Abir Ahmed ২৩ সেপ্টেম্বর, ২০১৯, ১১:০৭ পিএম says : 0
    Thanks for writer
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিটকিরি

২ নভেম্বর, ২০১৮
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ