Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৮, ৩:৫০ পিএম
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে (একাংশ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে (একাংশ)। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের পাঁচ নম্বর গেটের সামনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালনকালে এই হুঁশিয়ারি জানান সাংবাদিক নেতারা।
 
বিক্ষোভ প্রদর্শনের সময় বক্তারা বলেন, ধারাবাহিকভাবে সরকারের কালা-কানুনের বিরুদ্ধে যে প্রতিবাদ জানাচ্ছি, তারই ধারাবাহিকতায় আজকের বিক্ষোভ। টেলিভিশনগুলোকে বিটিভি বানানোর জন্য সরকার সম্প্রচার আইন জারি করবে কয়েক দিনের মধ্যে। এই ঘেরাও কর্মসূচি থেকে বলে দিতে চাই, আইন করে শেষরক্ষা হবে না। মত প্রকাশের স্বাধীনতা বন্ধ করে শেষরক্ষা হবে না।
 
বিএফইউজের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী বলেন, ‘এই সরকার একের পর এক কালো আইন করে যাচ্ছে। এই জব্বর আলী (মোস্তফা জব্বার) আইন বাংলাদেশে কেউ মানবে না। এই জব্বর আলী যেখানেই যাবেন, সেখানেই ঘেরাও করবো। এই আইন বাতিল না করলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’
 
রুহুল আমিন গাজী আরও বলেন, ‘আমি সরকারকে বলতে চাই, আপনারা ক্ষমতায় থাকবেন কিনা তার নিশ্চয়তা নেই। কিন্তু আমরা সাংবাদিকরা আছি এবং আমরা থাকবো। কারণ, ক্ষমতা কখনও চিরস্থায়ী হয় না। সাংবাদিকদের এই আন্দোলন চলতেই থাকবে। এরপর আমরা আরও বৃহত্তর কর্মসূচি দেবো।’
 
বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি একেএম মহসিন, বর্তমান সভাপতি গোলাম মোস্তফা, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আখতার আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি কাদের গণি চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, বিএফইউজের (একাংশ) মহাসচিব এম আবদুল্লাহ প্রমুখ।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিজিটাল

১২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ