Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সংলাপে অংশ নিলেও নৈশভোজে অংশ নেবে না ঐক্যফ্রন্ট

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৮, ৩:৩৯ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে অংশ নিলেও নৈশভোজে অংশ নেবেন না ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে সংলাপ অনুষ্ঠিত হবে। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের টেলিফোনে ঐক্যফ্রন্ট নেতা মোস্তফা মহসিন মন্টুকে গণভবনে সংলাপের পর নৈশভোজে অংশ নেয়ার আমন্ত্রণ জানান। উত্তরে মন্টু মন্ত্রীকে জানান, এ বিষয়ে ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। এরই প্রেক্ষিতে বুধবার রাতে ঐক্যফ্রন্টের বৈঠকে নৈশভোজে অংশ না নেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। বৈঠকে বিএনপির সদস্যরা বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি রেখে তারা প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিতে পারবেন না বলে জানান। তাদের এ সেন্টিমেন্টের সাথে জাতীয় ঐক্যফ্রন্টের সবাই একমত পোষন করেন। বৈঠক শেষে ঐক্যফ্রন্টের নৈশভোজে অংশ না নেয়ার সিদ্ধান্তের বিষয়টি আওয়াশী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে টেলিফোনে জানিয়ে দেন মোস্তফা মহসিন মন্টু। এ বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, একটি ক্রাইসিস মুহূর্তে সংলাপে যাচ্ছি আমরা। সেখানে নৈশভোজের তো কিছু নাই। আমরা যাব আলোচনা করতে, রাতের খাবার গ্রহণ করতে নয়। তিনি বলেন, খাবার খাওয়ার তো সময় শেষ হয়ে যাচ্ছে না, সামনে আরো অনেক সময় আছে তখন খাওয়া যাবে। আগে সংলাপে ভালো কোনো ফলাফল আসুক তখন আমরা খাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ