রাজধানীর মতিঝিলে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বার থেকে বিকেল ৫টার দিকে গণভবনের উদ্দেশে রওয়ানা দেবেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা।
আজ সন্ধ্যা ৭টায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী
শেখ হাসিনাসহ ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের নেতাদের সঙ্গে সংলাপে বসবেন তারা।
ড. কামালের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা সন্ধ্যা ৭টার আগেই গণভবনে পৌঁছাবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
জানতে চাইলে গণফোরাম নেতা রফিকুল ইসলাম পথিক জানান, আমি যতোদূর জানি সবাই মতিঝিলে ড. কামাল হোসেন স্যারের চেম্বারে এক হয়ে সেখান থেকে গণভবনের উদ্দেশে রওয়ানা করবেন।
অন্য নেতাদের মধ্যে জেএসডির আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুরসহ সবাই বিকেল ৪টার মধ্যে ড. কামালের চেম্বারে উপস্থিত হওয়ার কথা রয়েছে।
এদিকে,
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে একটি অনুষ্ঠান শেষ করে মহানগর নাট্যমঞ্চে দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি নাট্যমঞ্চের গণঅনশন কর্মসূচিতে বক্তব্য দেওয়ার পর সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে একটি অনুষ্ঠানে যাবেন। সেখান থেকে গণভবনের উদ্দেশে রওয়ানা করবেন।