পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আদালত বর্জন কর্মসূচির মধ্যে বিএনপি ও আওয়ামী আইনজীবীদের দফার দফা হাতাহাতির ও হট্টগোলের ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের মুখোমুখি অবস্থান নেন। গতকাল বুধবার আইনজীবী সমিতির সভাপতি কক্ষের সামনে এ ঘটনা ঘটে। পরবর্তীতে উভয় পক্ষ সংবাদ সম্মেলন করেন। কর্মসূচীতে সরকারদলীয় আইনজীবীদের হামলার প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা দেন সমিতির বিএনপিপন্থি আইনজীবীরা। আদালতের প্রবেশ পথে তালা দিলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে ঘোষণা দেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা।এদিকে আদালত বর্জন কর্মসূচির মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভগের কার্যক্রম চলে। তবে তুলনামুলক আইনজীবীদের উপস্থিতি অন্যদিনের তুলনায় কম বলে জানা যায়। সকাল ৯টা থেকেই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সভাপতির কক্ষের সামনের গেটে তালা লাগিয়ে আদালত বর্জনের পক্ষে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ শুরু করেন। এছাড়া সমিতির ভবন থেকে হাইকোর্ট বিভাগের অ্যানেক্স ভবনের দিকেরও গেটেও তালা দেয়া হয়। এসময় সাধারণ আইনজীবীরা নিচতলার সিঁড়ি দিয়ে আপিল বিভাগ এবং হাইকোর্ট বেঞ্চগুলোতে যান। এসময় বিএনপির সিনিয়র আইনজীবীদের দেখা যায়। সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, সাধারণ আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে আদালত বর্জন কর্মসূচিতে যোগ দিয়েছেন। তারাই গেইটে তালা দিয়েছেন। বন্দুকের মুখে রেখে তাকে রায় দেয়ানো হয়েছে। বেলা সাড়ে ১০টার দিকে বার সভাপতির কক্ষের সামনের দিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্য়বাকের নেতৃত্বে মিছিল নিয়ে আসলে মধ্যে উত্তেজনা দেখা দেয়। উভয়পক্ষ ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আওয়ামীপন্থি আইনজীবীরা তালা ভাঙতে গেলে বিএনপিপন্থিরা বাধা দেয়। তবে এ সুযোগে অ্যানেক্স ভবনের দিকের গেটের তালা হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন আওয়ামীপন্থি আইনজীবীরা। দুপুর ১ টা পর্যন্ত এ কর্মসূচি চলে।
আইনজীবীদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন:
বিক্ষোভ শেষে সুপ্রিম কোর্ট সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতি। এতে সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, সাজা বৃদ্ধি করেছেন। এটা দেশ ও জাতীর জন্য দু:খজনক। শান্তিপূর্ন কর্মসূচি দেয়া হয়েছিল সমিতির পক্ষ থেকে। এতে আওয়ামী লীগ আইনজীবীরা হামলা করেছে।এর প্রতিবাদে বৃহস্পতিবার বেলা সোয়া ১টায় মানববন্ধন করবেন। একইসঙ্গে সারাদেশের মানববন্ধন করা হবে। সম্পাদক মাহবুব উদ্দিন খোকনের পরিচালনায় সমিতির কার্যনিবাহী অন্যান্য সদস্যরা ও বিএনপি আইনজীবীরা উপস্থিত ছিলেন। অপরদিকে অনেকদিন ধরে আইন অঙ্গনকে বিশেষ একটি দলের রাজনৈতিক মঞ্চ করার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্য়বাক ইউসুফ হোসেন হুমায়ুন। তিনি বলেন, আমরা বলে এসেছি, এটা কোর্ট, একটি পবিত্র স্থান। এখানে কোনো দলের মঞ্চ করার জন্য করা হয়নি। তিনি আরও বলেন, আমরা যখন এই সমিতির সভাপতি ছিলাম, একটিও রাজনৈতিক ঘটনা এখানে হতে দেইনি। ভবিষ্যতে আদালতের প্রবেশ পথে তালা দিলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। এসময় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, আবদুল মতিন খসরু, নুরুল ইসলাম সুজন, আজাহারুল্লাহ ভূইয়া ও এএম আমিন উদ্দিন মানিক প্রমুখ আইনজীবীরা।#
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।