Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার সাজার প্রতিবাদে দেশব্যাপী বিএনপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

জিয়া চ্যারিটেবল মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭ বছরের সাজা প্রদান করায় রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি করেছে দলটির নেতাকর্মীরা। কেন্দ্র ঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল (মঙ্গলবার) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের নেতৃত্বে একটি মিছিল করেছে দক্ষিণের নেতাকর্মীরা।
মিছিলটি জাতীয় স্টেডিয়ামের পূর্ব গেট থেকে শুরু হয়ে মতিঝিল গোলচত্তর প্রদক্ষিণ করে দিলকুশা গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ বিএনপি’র সহ-সভাপতি হাজী মীর হোসেন মিরু, যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, পূর্ব ছাত্রদলের সভাপতি এনামুল হক এনাম, শ্রমিকদল নেতা সুমন ভুঁইয়াসহ মহানগরের শাহবাগ, ওয়ারী, সূত্রাপুর, বংশাল, গেন্ডারিয়া, কোতয়ালী, লালবাগসহ অন্যান্য থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া চকবাজার থানা বিএনপি’র উদ্যোগে মিডফোর্ট হাসপাতালের সামনে শুরু হয়ে মেীলভী বাজার মার্কেটের সামনে পর্যন্ত, কামরাঙ্গীরচর বিএনপির নুরবাগ বেড়ীবাঁধ থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা রোড পর্যন্ত, ডেমরা থানা একটি বিক্ষোভ মিছিল ডেমরা থানা রামপুরা রোডে, অপর একটি মিছিল স্টাফ কোয়াটার থেকে আমুলিয়া মডেল টাউন, কদমতলী বিএনপি গীত সঙ্গীত সিনেমা হল থেকে জুরাইন খন্দকার মোড়ে, কলাবাগান থানা বিএনপি মাই টিভির সামনে থেকে হাতিরপুল মোতালিব প্লাজার সামনে পর্যন্ত, মতিঝিল থানা রাজারবাগ থেকে মতিঝিল কাঁচাবাজারে, শ্যামপুর বিএনপি দয়াগঞ্জ ও পোস্তগোলা নতুন সড়ক থেকে গেন্ডারিয়া রেলষ্টেশনে গিয়ে শেষ হয়। একইভাবে ধানমন্ডি, যাত্রাবাড়ী, মুগদা, রমনা, পল্টন, সবুজবাগ, ও খিলগাঁও থানার নেতৃবৃন্দ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেন।
খুলনা ব্যুরো জানায়, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর সভাপতি নজরুল ইসলামমঞ্জু বলেছেন, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিরুদ্ধে দেয়া রায়ে রায়ে আমরা স্তম্ভিত। এটি নজিরবিহীন। একেরপর এক মিথ্যা মামলায় বিচারের নামে প্রসহনের সাজানো-পাতানো রায়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দুরে সরিয়ে রাখতে চায়। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা প্রদানের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনিএকথা বলেন। বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় বক্তৃতা করেন সাবেক এমপিকাজী সেকেন্দার আলী ডালিম, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফর উল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, জলিল খান কালাম, এ্যাড. এস আরফারুক, শাহজালাল বাবলু, রেহানা আক্তার, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন ।
ময়মনসিংহ ব্যুরো জানায়, ময়মনসিংহে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে গ্রেফতার হয়েছেন নগর বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী। মঙ্গলবার দুপুরে নগরীর নতুন বাজার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় গ্রেফতার আতংকে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলমগীর মাহমুদ আলম, অধ্যাপক শফিকুল ইসলাম, অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ শিব্বির আহমেদ বুলু, মাহাবুবুল আলম, শেখ আজিজ, রতন আকন্দ, তানভীরুল ইসলাম টুটুল, আনির, স্দ্দিক প্রমূখ।
আইনজীবী ফোরামের বিক্ষোভ : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সংগঠনের সহ-সভাপতি আব্দুল হক ও সাধারন সম্পাদক নূরুল হকের নেতৃত্বে এ মিছিলে উপস্থিত ছিলেন আনোয়ারুল আজিজ টুটুল, আবুল বাসার আকন্দ, নাগরিক ঐক্যের আহবায়ক নজরুল ইসলাম, গণফোরামের সি.সহ-সভাপতি রাইহান উদ্দিন, আমিনুল হক, মামুন মাহফুজ, সাজ্জাদুর রহমান আকন্দ নয়ন, আবুল হাসেম বাদল, কাজী শাজাহান, হাবিবুর রহমান ভ’ইয়া, আনিছুজ্জামান, করিম চৌধুরী, আসাদুল হক, শরাফ উদ্দিন খান পাঠান, মাখন মল্লিক, সাজু, সুজন’সহ শথাধিক আইনজীবী।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। সকালে পৌর শহরের কুমাড়শীল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে পাইকপাড়া মোড় এলাকায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ সভাপতি এডভোকেট শফিকুর রহমান, এডভোকেট গোলাম সারোয়ার খোকন, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা প্রমূখ।
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অবৈধ সরকারের প্রতিহিংসা মূলক ফরমায়েশী রায়ের প্রতিবাদে নওগাঁয় পুলিশ বেষ্টনীর মধ্যে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় কেড়ির মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে জেলা বিএনপির সভাপতি নাজমুল হক সনির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লেঃ কর্নেল অবঃ আব্দুল লতিফ খান, জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম টুকু ও আমিনুল হক বেলাল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ওরফে ভিপি রানা, শহর বিএনপির আহবায়ক নাছির উদ্দীন আহমেদ, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, মহিলা দলের সদস্য সচিব শবনম মোস্তারি কলি, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেনসহ অঙ্গ ও সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
জয়পুরহাট সংবাদদাতা জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার খালেদার বিরুদ্ধে ষরন্ত্রমূলক মিথ্যা রায়ের প্রতিবাদে জয়পুরহাট জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার বিকালে জয়পুরহাট শহরের বিভিন্ন রাস্তায় খন্ড খন্ড মিছিল এসে জেলা বিএনপির কার্যালয়ে সমবেত হয়। পরে একটি বিক্ষোপ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় বিক্ষোদ্ধ নেতাকর্মীরা স্টেশন রোডের দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ সামছুল ইসলাম, অধ্যক্ষ আমিনুল ইসলাম, সরদার লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফুর মন্ডল, আলী হাসান মুক্তা, মাসুদ রানা প্রধান, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, যুব দল সভাপতি শাহানাজ কবির শুভ্র, সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান সুইট শ্রমিক দলের সভাপতি বাবুল করিম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ছাত্রদলের মামুন প্রধান, আদনান বাবু প্রমুখ।
ছবি: পি-১ ও পি-২ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার রায়ের বিরুদ্ধে
মেহেরপুর জেলা সংবাদদাতা জানান, বেগম খালেদা জিয়াকে কারাদন্ড দেওয়ার প্রতিবাদে মেহেরপুর জেলা বিএনপি গতকাল মঙ্গলবার সকালে বিএনপির কার্যালয় সম্মুেখ প্রধান সড়কে বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে সভাপতিত্বকরেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, আনছারুল হক, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমূখ।
কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা জানান, ঢাকার কেরানীগঞ্জে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মামলার ফরমায়েশী রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির উদ্যোগে তারানগর বটলীবাজার এলাকায় এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বাজার এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনষ্ঠিত হয়। এই সমাবেশে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, তারানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন ফারুকী, সাধারন সম্পাদক মনিরুল হক মনির, রোহিতপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ বাবুল হোসেন, মডেল উপজেলা যুবদলের আহবায়ক মাসুদ রানা, মডেল উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মন্টু, মডেল উপজেলা স্বেচ্ছা সেবকদলের সভাপতি অলিউল্লাহ সেলিম, যুগ্ন সম্পাদক মোহসীন কবীর, মডেল উপজেলা জিয়া পরিষদের সভাপতি আনিসুর রহমান প্রমুখ
ফুলপুর (ময়মনসিংহ)উপজেলা সংবাদদাতা জানান, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার তারাকান্দায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, তারাকান্দা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আ: হেকিম মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, ইয়াছিন আলী, মোস্তাদুল খান, আ: রাজ্জাক, আ: মান্নান, যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল মন্ডল, এস.এম আমিনুল ইসলাম, আশরাফুল, ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল কালম আজাদ, শহিদুল ইসলাম, আজাহারুল ইসলম, আলমগীর হোসেন রকি, জহিরুল হক(আল-আমিন), এ.এইচ.এম জুয়েল, আনোয়ার, মানিক খান,সেচ্ছাসেবক দলের নেতা ফজলুল হক, শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফজল মিয়া, মজিবর ড্রাইবার প্রমুখ।
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে ঝটিকা মিছিল করেছে মঠবাড়িয়া যুবদল ও স্বেচ্ছাসেবক দল। রায় ঘোষণার পরপরই পৌর শহরের মিরুখালী রোড ও বহেরা তলায় পৃথক ২টি মিছিল বের করা হয়। যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েক শত নেতা কর্মী মিছিলে অংশ গ্রহন করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ