পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : একটা আলুর সবচেয়ে বেশি দাম কত হত পারে। খুব বেশি হলে পাঁচ টাকা। কিন্তু আলুর ছবির দাম? সম্ভবত দাম দিয়ে কেনার নজির নেই। কিন্তু আশ্চর্য হলেও সত্যি যে, আলুর একটা ছবি ১ মিলিয়ন ইউরো (৮.৪৯ কোটি টাকা) দামে কিনলেন এক ব্যবসায়ী। প্রখ্যাত চিত্রগ্রাহক কেভিন অ্যাবোসচের তোলা একটি আইরিশ আলুর ছবি কিনেছেন ইউরোপের এক ব্যবসায়ী। কালো প্রেক্ষাপটে ছবিটি তোলা হয়েছিল। ২০১০-এ ওই ছবি তোলা হয়েছিল। কেভিনের তোলা স্টিভেন স্পিলবার্গ, মিচেল পেলিন, ফেসবুকের শেরিল স্যান্ডবার্গ এবং মালালা ইউসুফজাইয়ের পাশেই ছিল ওই ছবিটি। তিনটি প্রিন্ট রয়েছে ছবিটির। একটি রয়েছে কেভিনের সংগ্রহে। অন্যটি সার্বিয়ার শিল্প সংগ্রহশালায় দান করা হয়েছে। তৃতীয়টি বিক্রি হয়ে গেল। ৪৭ বছরের ভদ্রলোক এর আগে হলিউড স্টারদের ছবি তুলতেন মূলত। জনি ডিপ, স্টিভেন স্পিলবার্গদের ছবি তোলাটাই ছিল তার কাজ। এরই মাঝে কিছু নিজের শখের ছবি তোলাও তো থাকে। সেরকমভাবেই একটি আলুর ছবি তুলেছিলেন। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ওই আলুর ছবিটি টানানো ছিল তার প্যারিসের স্টুডিওর দেওয়ালে।
সানডে টাইমস-কে কেভিন জানিয়েছেন, ওই ব্যবসায়ীর ছবিটি দেখে খুব ভালো লেগে যায়। কেভিনের কথায়, ‘আমরা দুই গ্লাস ওয়াইন পান করছিলাম। তখন ওই ব্যবসায়ী বললেন, আমার এটা খূব পছন্দ হয়েছে। আরও দুই গ্লাস ওয়াইন পানের পর তিনি বললেন, আমি সত্যিই ওটা চাই। দুই সপ্তাহ পরে দাম ঠিক হয়। এটিই আমার তোলা ছবিগুলির মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হল’।
উল্লেখ্য, কেভিন খুবই সুপরিচিত ব্যক্তিত্ব। গত সপ্তাহে তিনি দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আমন্ত্রিত হয়েছিলেন। Ñসূত্র : জি নিউজ ও ওয়েবসাইট
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।