Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় ফিফা প্রতিনিধি

প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আর মাত্র কয়েক ঘন্টা। রাত পোহালেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে ফিফা ও এএফসি প্রতিনিধি সি মুন ইয়ং গতকাল ঢাকায় এসে পৌঁছেছেন। বাফুফে নির্বাচনে ফিফার নিয়ম কানুন সুষ্ঠভাবে পালন করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতেই তিনি ঢাকায় আসেন। ঢাকায় পৌছে তিনি বাফুফে ভবনে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিনের সঙ্গে আলোচনায় বসেন। দীর্ঘক্ষণের সভা নির্বাচন সংক্রান্ত যাবতীয় খুটিনাটি জেনে নেন ফিফার এই প্রতিনিধি।
সভা শেষে ইয়ং সাংবাদিকদের বলেন, ‘বাফুফের নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করেছি। আলোচনার পর মনে হয়েছে সব সঠিকভাবেই চলছে। কোনও অনিয়ম বা অসংলগ্নতা থাকলে তা আমি নির্বাচনের পর বলতে পারব। আমার কাজ হচ্ছে বাফুফে নির্বাচন ফিফার ইলেক্টোরাল কোড অনুযায়ী হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলার নেই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় ফিফা প্রতিনিধি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ