Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাজিরা দিতে এসে হাজতবাস

প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা
আদালতে হাজিরা দিতে গিয়ে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের লাইনম্যান-এ, বৈদ্যুতিক সংরক্ষণ বিভাগ-২-এর ইব্রাহীম খলিল (আলমগীর)-কে রাঙ্গামাটি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারী প্রতারণা মামলায় আটক করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত লাইনম্যান কাপ্তাই শিলছড়ি  ওয়াপদা কলোনীর মাহবুব আলমকে বিউবোতে চাকরি নিয়োগ পাইয়ে দেয়ার কথা বলে সাড়ে ৩ লক্ষ টাকা প্রতারণ করে নিয়ে নেয়। মাহবুব চাকরি বা টাকা কোনটাই না পাওয়ায় টাকা ফিরত চাইলে আলমগীর ক্ষিপ্ত হয়ে বাদীকে প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে মাহাবুব রাঙ্গামাটি আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করে। এ মামলায় বিবাদী ইব্রাহীম খলিল (আলমগীর) গত বুধবার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হাজিরা দিতে গেলে ম্যাজিস্ট্রেট জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণ করে। অভিযোগপত্রে জানা যায়, উক্ত ইব্রাহীম খলীল (আলমগীর) এর বিরুদ্বে চলমান একটি বনমামলা ও একজন মুক্তিযোদ্ধার ছেলে মঞ্জুরুলকে মারার অভিযোগ বিচারাধীন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাজিরা দিতে এসে হাজতবাস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ