Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভর্তি বানিজ্য বন্ধের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বাকৃবি প্রশাসন

বাকৃবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

ভর্তি বানিজ্য বন্ধের প্রতিশ্রুতি দিলেও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন বারবারই তা ভঙ্গ করে চলেছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন ফি ৭০০ টাকা দিলেও বাদ পরা আবেদনকারীরা তাদের টাকা ফেরত পায় না। শুধু তাদের যোগ্যতা যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আবেদন ফি বাবদ ৭০০ টাকা নেয় যা শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবিচার।
২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনকারী সকল শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ প্রদান অথবা বাদ পরা আবেদনকারীদের আবেদন ফি ফেরত দেয়ার দাবিতে সোমবার দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত শুক্রবার ভর্তি পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে ভর্তি কমিটি। তারা জানায়, এ বছর অনলাইনে প্রায় ২০ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। তবে এসএসসি ও এইচএসসিতে বা সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে সমষ্টিগতভাবে ন্যূনতম জিপিএ ৯.৪২ প্রাপ্ত মোট ১২ হাজার ৩০০ জনকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে যেখানে প্রায় সাড়ে ৭ হাজার আবেদনকারী বাদ পড়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাকৃবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ