Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশে আইএস আছে : বার্নিকাট

প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদদাতা : বাংলাদেশে আইএস (ইসলামিক স্টেট) আছে এবং তারাই এসব হত্যাকা- ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। গতকাল বুধবার জুলহাজ মান্নান হত্যার তদন্ত বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে এ মন্তব্য করেন তিনি। অপরাধীরা অপরাধ করে পালিয়ে যাওয়ার মতো পরিবেশ এদেশে আছে বলে মন্তব্য করে জুলহাজ হত্যাকা-ের রহস্য উদ্ঘাটনে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে আগ্রহী বলেও জানিয়েছেন তিনি। তবে বার্নিকাটের কথাকে উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইএসের নাম ভাঙিয়ে এদেশের জঙ্গি সংগঠনগুলোই এসব কাজ করে থাকে।
জুলহাজসহ সব ব্লগার, লেখক, প্রকাশক হত্যাকা- নিয়ে গতকাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন বার্নিকাট। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। গতকাল বেলা ১১ থেকে সাড়ে ১২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক হয়।
বার্নিকাটের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি আবেগের কথা বলেছেন। কারণ জুলহাজের সঙ্গে অনেকদিন একসঙ্গে কাজ করেছেন তারা। এ কথার (অপরাধীর পালিয়ে যাওয়ার) কোনো সত্যতা নেই। তবে বার্নিকাট দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের প্রশংসা করেছেন বলেও মন্ত্রী জানান।
সন্ত্রাস-জঙ্গি দমনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা তথ্য বিনিময় হয়। সেটা আরও ব্যাপক আকারে করা হবে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি মনিটরিং সেল খোলা হবে। যে সেল ২৪ ঘণ্টা এসব বিষয় তদারকি করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাজ মান্নানের হত্যা নিয়ে বার্নিকাট অনেক কষ্ট পেয়েছেন। তারা একসঙ্গে অনেকদিন কাজ করেছেন। জুলহাজের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এজন্য তিনি খুবই দুঃখ পেয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি বার্নিকাটকে বলেছি, এটা বাংলাদেশের সমস্যা নয়। সারা পৃথিবীর সমস্যা। এ সপ্তাহেই যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি খুন হয়েছেন। বার্নিকাট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্লগার ও বিদেশিসহ ৩১ খুনের তালিকা দিয়েছেন।
এ বিষয়ে মন্ত্রী বার্নিকাটকে বলেছেন, প্রত্যেকটি খুনের ঘটনাতেই খুনিদের চিহ্নিত করা হয়েছে। অনেককে ধরাও হয়েছে। যারা এসব ঘটায় তারা সব দেশেরই শত্রু। তারা কারও জন্যই মঙ্গলজনক নয়।
আইএস নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে বার্নিকাট আমাকে বলেছেন, এদেশে আইএস আছে, সেটা তো আপনারা বিশ্বাস করছেন না। এগুলো তো তারাই ঘটাচ্ছে। এর জবাবে আমরা তাকে বলেছি, এ দেশে কোনো আইএস নেই। এসব সন্ত্রাসী গোষ্ঠী এ দেশেরই। তারা বিভিন্ন সময় বিভিন্ন নামে ও কৌশলে এসব কাজ করে থাকে।
মন্ত্রী বলেন, জুলহাজ ও তার বন্ধু তনয় হত্যার পর পুলিশ পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে গিয়েছে। তারা ঝুঁকি নিয়ে কাজ করেছেন। খুনিদের গ্রেফতারের চেষ্টা করেছেন। একটি গুলিও করেছিল পুলিশ। পরে অনেক মানুষজন রাস্তায় থাকায় তারা আর গুলি চালাতে পারেননি। তবে অনেকগুলো গুরুত্বপূর্ণ আলামত জব্দ করেছে পুলিশ।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সন্ত্রাস দমনে কী করণীয় এ বিষয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী তাদের নির্দেশনা দিয়েছেন।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট। জুলহাজ মান্নানের হত্যাকা-ের বিষয়ে কথা বলার সময় আবেগে আপ্লুুত হয়ে পড়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুুম বার্নিকাট। তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, জুলহাজই আপনাদের সংস্কৃতির সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেন। তিনি জানান কীভাবে আপনাদের সরকারের কর্মকর্তাদের সঙ্গে কাজ করতে হবে। এখানে মার্কিন দূতাবাসে কাজ শুরুর জন্য তিনি আমাকে সাহায্য করেছিলেন।
মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাজ মান্নান বন্ধুবৎসল ছিলেন এবং তার পরিবারের সঙ্গে তার বাসায় উৎসব-অনুষ্ঠানে অংশ নিতেন বলে জানান বার্নিকাট। তিনি বলেন, তিনি (জুলহাজ) কর্মীদের ভালোবাসতেন। তিনি একজন উৎফুল্ল সহকর্মী ছিলেন। আর যতটা জেনেছি, তাতে বোঝা যায় তিনি বড় পরিসরে মানবাধিকার রক্ষায় কাজ কাজ করতেন। তিনি আমার অফিস থেকে গিয়েও কাজ করতেন। তিনি ইউএসএআইডি’র স্বপ্নপূরণে কাজ করতেন। গণতন্ত্র ও সুশাসন নিয়ে কাজ করতেন। তিনি মানবাধিকার রক্ষায় কাজ করতেন। তিনি বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে কাজ করতেন।
বার্নিকাট বলেন, গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী (জন কেরি) আমার সঙ্গে কথা বলেন। তিনি ব্যক্তিগতভাবে মার্কিন দূতাবাস (ঢাকা) পরিবার ও জুলহাসের পরিবারকে সান্ত¡না দেয়ার কথা বলেন।
সাম্প্রতিক সময়ের হত্যাকা-গুলো তদন্তে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে তিনি মন্ত্রীকে জানান। বার্নিকাট আরো বলেন, সাম্প্রতিক হত্যাকা-গুলোর বিষয়ে কথা বলতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তিনি মন্ত্রীকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সব কটি হত্যাকা-ের নিন্দা জানায়। আর জুলহাসের ঘটনাটি ব্যক্তিগত বিষয়ও বটে। মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকার ও পুলিশের পক্ষে সাম্প্রতিক হত্যাকা-গুলো রোধ করা সম্ভব না। তাই এসব হত্যাকা- তদন্তে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। বাংলাদেশ আমাদের শক্তিশালী অংশীদার। হত্যা-সন্ত্রাসের বিষয়ে বাংলাদেশের সঙ্গে তথ্য আদান-প্রদান করতে চায় যুক্তরাষ্ট্র যোগ করেন বার্নিকাট।
তথ্য আদান-প্রদানের পদ্ধতি বিষয়ে বার্নিকাট বলেন, আমাদের কাছে যেসব তথ্য-উপাত্ত আছে, সেগুলো আমরা বাংলাদেশকে দেব। তদন্তে একসঙ্গে কাজ করব। আমাদের যে অভিজ্ঞতা আছে সেগুলো শেয়ার করব।
বাংলাদেশের এক দম্পতি যুক্তরাষ্ট্রে মারা গেছেনÑএ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে বার্নিকাট বলেন, আমাদের সরকার এই হত্যাকা-কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। যুক্তরাষ্ট্র কোনো অপরাধীকে ছাড় দেয় না। তদন্তে শিগগিরই রহস্য উদ্ঘাটন হবে। আর অপরাধীও আইনের আওতায় আসবে বলে আশা করছি।
জুলহাজ ও মাহবুবকে হত্যার দায় স্বীকার করে আল-কায়েদা ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) কথিত বাংলাদেশ শাখা ‘আনসার আল ইসলাম’-এর বিবৃতি প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, এটির বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো নিশ্চিত নয়।
উল্লেখ্য, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক প্রটোকল অ্যাসিসটেন্ট জুলহাজ সমকামী অধিকার বিষয়ক সাময়িকী ‘রূপবান’ এর সম্পাদক ছিলেন। আর তার বন্ধু তনয় লোকনাট্য দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং জুলহাজকে বিভিন্ন কাজে সহায়তা করতেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশে আইএস আছে : বার্নিকাট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ