Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অধিবেশন চলবে বৃহস্পতিবার পর্যন্ত

শিল্পী আইয়ুব বাচ্চুর নামে শোক প্রস্তাব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

চলতি সংসদের সর্বশেষ অধিবেশন মাত্র ৫ কার্যদিবস চলবে। গতকাল রোববার বিকেলে শুরু হওয়া এই অধিবেশন আগামী ২৫ অক্টোবর শেষ হবে। প্রতিদিন বিকেল সোয়া ৪টায় অধিবেশন বসবে। অধিবেশনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী বিলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারী বিল পাস হবে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, শিল্প মন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, আইনমন্ত্রী আনিসুল হক, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের মইন উদ্দীন খান বাদল ও প্রধান হুইপ আ স ম ফিরোজ উপস্থিত ছিলেন।
কার্যউপদেষ্টা কমিটির বৈঠক শেষে সংসদ অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনার জন্য ৫ সদস্যের সভাপতিমন্ডলী নির্বাচিত করা হয়। তারা হলেন- এ বি তাজুল ইসলাম, ফরিদুল হক খান, সাধন চন্দ্র মজুমদার, মো. ফখরুল ইমাম ও সেলিনা জাহান লিটা। এরপর শোক প্রস্তাব উত্থাপন ও তা গ্রহণ করা হয়।
সংসদে শোক প্রস্তাব উত্থাপন করা হয় সদ্য প্রয়াত জনপ্রিয় ব্যান্ড সংগীত শিল্পী আয়ুব বাচ্চুর মৃত্যুতে। একইসঙ্গে সাবেক সংসদ সদস্য শাহ আজিজুর রহমান, সাদির উদ্দিন আহমেদ, শাহ মো আ.রাজ্জাক, আবদুল গণি ও শাহ মোস্তানজিদুল হক খিজিরের নামে শোক প্রস্তাব আনা হয়। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র ওসমান গণিসহ ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে, তানজানিয়ায় ফেরি ডুবিতে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঘূর্ণিঝড় মাইকেল, ভারতের ওড়িশা ও অন্ধপ্রদেশে ঘূর্ণিঝড় তিতলি এবং দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের নামে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এরপর প্রয়াত ওই সকল ব্যক্তির বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
এদিকে সংসদ অধিবেশনকে সামনে রেখে সংসদ ভবন এলাকায় কঠোর নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলা হয়। সকাল থেকেই চারপাশে অবস্থান নেয় বিপুল সংখ্যক র‌্যাব ও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যে কোন ধরণের অনাকাঙ্খিত পরিস্থতি এড়াতে জলকামান থেকে শুরু করে সব ধরণের ব্যবস্থা রাখে প্রশাসন। এমনকি সংসদ ভবনে প্রবেশেও ছিলো কঠোর কড়াকড়ি।
উল্লেখ্য, দশম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল ২০১৪ সালের ২৯ জানুয়ারি। এ হিসেবে আগামী বছর ২৮ জানুয়ারি সংসদের ৫ বছরের মেয়াদ পূর্ণ হচ্ছে। মেয়াদ পূর্ণ হওয়ার আগের তিন মাসের মধ্যে পরবর্তী সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচনকালীণ সরকারের আমলে সংসদ অধিবেশন বসার বাধ্য-বাধকতা নেই। তাই নির্বাচনী তফশিল ঘোষণার পর অধিবেশন বসবে না। ফলে এটিই হবে চলতি সংসদের সর্বশেষ অধিবেশন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অধিবেশন

৫ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ