Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বগুড়ায় দুই পলিথিন ফ্যাক্টরিকে ৪৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের বেহুলা লক্ষিèন্দরের মেদ এলাকায় দুটি পলিথিন ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করে ফ্যাক্টরি দুটি বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত ওই দুই ফ্যাক্টরি থেকে ২৮০ কেজি পলিথিন তৈরির কাঁচামাল ও ৫০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করেছে। সোমবার বিকাল অনুমান সাড়ে ৩টায় এ অভিযান চালানো হয়। বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জাকির হোসেন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়, বগুড়ার পরিদর্শক মো. মকবুল হোসেন। বগুড়া সদর থানা পুলিশ ও র‌্যাব-১২ এর সদস্যরা মোবাইল কোর্টকে সহযোগিতা করে। অবৈধভাবে পলিথিন ব্যাগ উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে উল্লেখিত দুই ফ্যাক্টরির বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট অফিসের বেঞ্চ সহকারী আপন জানান, অভিযুক্ত দুই বন্ধু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম ফারুকের নিকট থেকে ৩০ হাজার টাকা ও অনন্ত পলি, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং সেন্টারের স্বত্বাধিকারী মুক্তার হোসেনের নিকট থেকে ১৫ হাজার টাকা জরিমানার টাকা আদায় করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগুড়ায় দুই পলিথিন ফ্যাক্টরিকে ৪৫ হাজার টাকা জরিমানা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ