Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুলহাস-তন্ময় হত্যার নিন্দা ও জড়িতদের বিচার দাবি

প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদদাতা : সমকামীদের একটি পত্রিকার সম্পাদক জুলহাস মান্নান ও তনয় হত্যাকা-ের নিন্দা এবং এর সাথে যুক্তদের বিচার দাবী করে ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বিবৃতি দিয়েছে। সেই সাথে তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও প্রকাশ করেছে।
ইউরোপীয় ইউনিয়ন এ হত্যাকা-ের নিন্দা জানিয়ে পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে। ব্রাসেলসে ইইউ সদর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার মতপ্রকাশের স্বাধীনতাকে একটি মৌলিক অধিকার বিবেচনা করে তা রক্ষায় কাজ করবে বলেই ইউরোপীয় ইউনিয়ন আশা করে। সেইসঙ্গে রাষ্ট্রের সকল নাগরিককে সুরক্ষা দেয়া ও তাদের নিরাপত্তা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।
ঢাকায় সুইজারল্যান্ড দূতাবাস গতকাল এক বিজ্ঞপ্তিতে সমকামী ও হিজড়া বিষয়ক পত্রিকার সম্পাদক জুলহাস মান্নানসহ দুইজনকে হত্যায় তীব্র নিন্দা জানিয়েছে এবং নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে এ বর্বর ঘটনার সাথে যুক্তদের ধরে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক, হিন্দু পুরোহিত পরমানন্দ রায় এবং জুলহাস ও তনয়ের হত্যাকা-সহ সাম্প্রতিক সব হত্যাকা-ের নিন্দা জানিয়েছে ফ্রান্স ও অস্ট্রেলিয়া। গতকাল বুধবার ঢাকায় দেশ দু’টির দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।
ফ্রান্স সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশের পাশে রয়েছে এবং অপরাধীদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে বলেও তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অস্ট্রেলিয়ান দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সাম্প্রতিক ও আগের সব হত্যাকা-ের নিন্দা জানিয়ে বলা হয়েছে যে, অসহিষ্ণুতা ও সহিংস উগ্রপন্থার বিরুদ্ধে লড়াইয়ে অস্ট্রেলিয়া বাংলাদেশের পাশে আছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে জুলহাস ও তনয়কে নৃশংসভাবে হত্যার যথাদ্রুত তদন্তের দাবি করা হয়েছে। একই সঙ্গে তারা এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছে। নিউইয়র্ক থেকে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। এতে বলা হয়, জুলহাস ও তনয়কে হত্যার মধ্য দিয়ে উগ্রপন্থীদের কুপিয়ে হত্যার সংখ্যা ২০১৬ তে ৯ এ দাঁড়িয়েছে।
এর আগে গত মঙ্গলবার জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানী, ডেনমার্কের পাশাপাশি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট প্রমুখ এ ধরনের হত্যকা-ের নিন্দা জানিয়ে জড়িতদের বিচার দাবী করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জুলহাস-তন্ময় হত্যার নিন্দা ও জড়িতদের বিচার দাবি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ