পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মো: শামসুল আলম খান : ময়মনসিংহে পর্যটনের অফুরন্ত সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন। তিনি বলেন, পর্যটনের এ সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের চার লেন কাজ শেষ হয়েছে। কিন্তু এ মহাসড়কের দু’পাশেই অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করেন।
ইনকিলাব সম্পাদক বুধবার সকাল সাড়ে ১১টায় মাত্র আড়াই ঘণ্টায় ঢাকা থেকে ময়মনসিংহে এসে পৌঁছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এক সময় ঢাকা থেকে ময়মনসিংহে আসতে দীর্ঘ সময় লেগে যেতো। কিন্তু এখন এ মহাসড়ক চার লেনে উন্নীত হয়েছে। এতে যোগাযোগ ব্যবস্থা সহজতর হয়েছে। আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে প্রিয় মানুষ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম ও ওবায়দুল কাদের যদি ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের দিকে নজর দেন তাহলে ময়মনসিংহ আন্তর্জাতিকমানের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠবে। ইনকিলাব সম্পাদক বলেন, কর্মতৎপর এ দু’মন্ত্রী উদ্যোগ নিলেই এটি সম্ভব।
বুধবার সকাল থেকে দুপুর নাগাদ ময়মনসিংহ নগরীর হোটেল মোস্তাফিজ ইন্টারন্যাশনালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবী, শিক্ষাবীদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে পৃথক পৃথক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
দৈনিক ইনকিলাবের বৃহত্তর ময়মনসিংহের আঞ্চলিক প্রধান ও প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক মো: শামসুল আলম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল হক প্রমুখ।
পরে আইনজীবীদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি। এ সময় অ্যাডভোকেট মীর মিজানুর রহমান, শরীফুল ইসলাম সোহাগ, জাহাঙ্গীর আলম, আনিসুর রহমান আনিস, মো: অন্তর মিয়া, মীর মোস্তাফিজুর রহমান মিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে শিক্ষাবীদ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এ এম এম বাহাউদ্দীন। এ সময় বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমতিরি সভাপতি নাজমুল ইসলাম, কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ও জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সহ-সভাপতি মাওলানা আব্দুল ওয়াহাব মাদানী, ময়মনসিংহ কমার্স কলেজের প্রিন্সিপাল এখলাছ উদ্দিন, প্রেসক্লাব ময়মনসিংহের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম.আব্দুল্লাহ আল মামুন খান, দৈনিক মানবকন্ঠের সাংবাদিক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক সৈয়দ নোমান, সাপ্তাহিক ব্রহ্মপুত্রের ব্যবস্থাপনা সম্পাদক আনিসুর রহমান ফারুক, বাংলানিউজের ফটো করেসপন্ডেন্ট অনিক খান, দৈনিক আজকের ময়মনসিংহের স্টাফ রিপোর্টার সাখাওয়াত হোসেন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মহানগর যুবলীগ নেতা শাহীনুর রহমান ইনকিলাব সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।