Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোদায় পিঁয়াজের আবাদ বাড়ছে

প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : পঞ্চগড়ের বোদা উপজেলার পিয়াজ চাষ বৃদ্ধি পেয়েছে। উপজেলার কৃষকরা আগের চেয়ে চলতি মৌসুমে পিয়াজ চাষ বৃদ্ধি করায় পিঁয়াজ পুলির (বীজ) দাম বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি বোদা বাজারের কৃষকের পিয়াজের পুলি (বীজ) কিনতে প্রচুর ভিড় দেখা যায়। বাজারে চাহিদা ও বীজের মূল্য ভালো থাকায় দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা পিঁয়াজের বীজ নিয়ে আসে।
পিঁয়াজের বীজ ক্রয় করতে দূর-দূরান্ত থেকে কৃষকরা বোদা বাজারে আসে। এব্যাপারে কৃষকের সাথে কথা বললে তারা জানান, অন্যান্য ফসলের চেয়ে পিঁয়াজের দাম ভালো। এক কেজি পিঁয়াজ ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বিক্রয় করা যায়। ধানস


বোদায় পিঁয়াজের আবাদ বাড়ছে
বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : পঞ্চগড়ের বোদা উপজেলার পিয়াজ চাষ বৃদ্ধি পেয়েছে। উপজেলার কৃষকরা আগের চেয়ে চলতি মৌসুমে পিয়াজ চাষ বৃদ্ধি করায় পিঁয়াজ পুলির (বীজ) দাম বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি বোদা বাজারের কৃষকের পিয়াজের পুলি (বীজ) কিনতে প্রচুর ভিড় দেখা যায়। বাজারে চাহিদা ও বীজের মূল্য ভালো থাকায় দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা পিঁয়াজের বীজ নিয়ে আসে।
পিঁয়াজের বীজ ক্রয় করতে দূর-দূরান্ত থেকে কৃষকরা বোদা বাজারে আসে। এব্যাপারে কৃষকের সাথে কথা বললে তারা জানান, অন্যান্য ফসলের চেয়ে পিঁয়াজের দাম ভালো। এক কেজি পিঁয়াজ ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বিক্রয় করা যায়। ধানসহ অন্য ফসলের চেয়ে পিঁয়াজ চাষ অনেক ভালো। তাই এ অঞ্চলের কৃষকরা পিঁয়াজ চাষ করতে বেশি আগ্রহী হচ্ছেন। এব্যাপারে উপজেলা কৃষি অফিসার মো: আল মামুন-অর-রশিদ জানান, পিঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২৫ হেক্টর। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পিঁয়াজ চাষের সম্ভাবনা রয়েছে।

হ অন্য ফসলের চেয়ে পিঁয়াজ চাষ অনেক ভালো। তাই এ অঞ্চলের কৃষকরা পিঁয়াজ চাষ করতে বেশি আগ্রহী হচ্ছেন। এব্যাপারে উপজেলা কৃষি অফিসার মো: আল মামুন-অর-রশিদ জানান, পিঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২৫ হেক্টর। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পিঁয়াজ চাষের সম্ভাবনা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোদায় পিঁয়াজের আবাদ বাড়ছে

২৬ জানুয়ারি, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ