Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মশালা

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম


আল আরাফাহ ইসলামি ব্যাংক লিমিটেডের উদ্যোগে শনিবার কুমিল্লা জেলায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তাদের জন্য মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা সেনানিবাসে ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবে ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উপ-মহাব্যবস্থাপক মো. সওকতুল আলম। আল আরাফাহ ইসলামি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ব্যাংকের ক্যামেলকো মোহাম্মদ জুবায়ের ওয়াফার সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সৈয়দ কামরুল ইসলাম সহকারি পরিচালক শাহআলম কাজী, আল আরাফাহ ইসলামি ব্যাংকের ডেপুটি ক্যামেলকো ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ইয়াহিয়া এবং কুমিল্লা জোনাল অফিসের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একেএম আমজাদ হোসাইন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ