Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯

প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চট্টগ্রামের রাউজানে মিনিট্রাক অটোরিকশা সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহীর পুঠিয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে ট্রলির ড্রাইভার হেলপার, রাজবাড়িতে মাইক্রোবাস আইল্যান্ডে উঠে যাওয়ায় এক যাত্রী, সিলেটে ট্রাকের ধাক্কায় টমটম চালক এবং ময়মনসিংহ বাস চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রাউজানে ট্রাক-অটোরিকশার সংর্ঘষে নিহত ৪
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের রাউজানে মিনি ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। গতকাল (বুধবার) উপজেলার পাহাড়তলী এলাকার বদুপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানান রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ।
নিহতরা হলেনÑ অটোরিকশার চালক মো. পিয়ারু (২৬), যাত্রী রতন বণিক (৫০), জসিম উদ্দিন (৩৫) ও মো. ইলিয়াছ (২৬)। চালক পিয়ারু রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের পাঁচনগর গ্রামের আবদুস সোবহানের ছেলে। নিহত অপর তিনজনের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ওসি কেফায়েত বলেন, বদুপাড়ায় চট্টগ্রাম শহরমুখী একটি ইটবাহী ট্রাকের সঙ্গে রাউজানগামী অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। চালক পিয়ারু চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে মারা যান বলে জানান তার আত্মীয় মো. কামাল। এ ঘটনায় ট্রাকটি আটক করা গেলেও চালককে পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৫ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ