Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনা টাকায় ফটোকপি না করায় দোকানিকে পেটাল বাকৃবি ছাত্রলীগ নেতা

প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বাকৃবি সংবাদদাতা ঃ বিনা টাকায় ফটোকপি করতে আপত্তি জানানোর ফলে ফটোকপি দোকানিকে মারধর করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক ছাত্রলীগ নেতা। এ বিষয়ে একটি অভিযোগপত্র গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর জমা দিয়েছেন সংশ্লিষ্ট দোকানি। তবে অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ছাত্রলীগ নেতা। জানা যায়, গত মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কামাল-রঞ্জিত (কে.আর) মার্কেটে অবস্থিত বেস্ট কম্পউিটার এন্ড ফটোকপি নামক দোকানে এক ছোট ভাইকে পাঠিয়ে কিছু এসাইনমেন্টের প্রিন্ট করতে বলে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ছাত্র প্রতীক রাউত অমি। সে শহীদ শামসুল হক হলের ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক। তবে টাকা ছাড়া প্রিন্ট দিতে অস্বীকৃতি জানায় দোকানদার লাবিব হাসান মিথুন। পরে মঙ্গলবার সন্ধ্যার দিকে দোকান খুললে এক সহযোগীসহ সেখানে আসে অমি। এক পর্যায়ে ওই দোকানদারকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে তারা। মারধরের এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে যায় দোকানি। এ সময় ওই হলের আরো কয়েকজন ছাত্রলীগ নেতা তাদের সাথে যোগ দেয়। তারা সেখানে অবস্থান নিয়ে দোকান না খোলার জন্য তাকে হুমকি দেয়।
এ বিষয়ে দোকানদার লাবিব হাসান মিথুন জানান, প্রতিক রাউত অমি গত এক বছর ধরে আমার দোকান থেকে ফটোকপি করলেও কোন টাকা দেয়নি। মাসখানেক আগে আমি টাকা ছাড়া ফটোকপি দিতে অস্বীকৃতি জানাই। তবে অভিযোগ অস্বীকার করে অমি বলেন, ওই দোকানদার ফেসবুক থেকে আমাদের ক্লাসের মেয়েদের ছবি নিয়ে তাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করে। এগুলো না করার নিষেধ করতে গিয়েছিলাম। কোন ধরনের মারধর করিনি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.এ.কে.এম জাকির হোসেন বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হবে। অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিনা টাকায় ফটোকপি না করায় দোকানিকে পেটাল বাকৃবি ছাত্রলীগ নেতা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ