Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীন-পাকিস্তান বাণিজ্যে ১৮.২% প্রবৃদ্ধি

প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্ব অর্থনীতির শ্লথগতি সত্ত্বেও সাম্প্রতিক সময়ে চীন ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যের আকার বেড়েছে। ২০১৪-১৫ অর্থবছরে দেশ দু’টির মধ্যে বাণিজ্য বেড়েছে ১৮ দশমিক ২ শতাংশ। এছাড়া চলতি অর্থবছরের প্রথম তিনমাসে দ্বিপক্ষীয় বছরওয়ারি ১০ শতাংশ বেড়ে ৪৪০ কোটি ডলারে দাঁড়িয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব এশিয়ান অ্যাফেয়ার্সের পরিচালক উ গোকুয়ান এ কথা জানিয়েছেন। খবর ডন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বক্তব্যদানকালে গোকুয়ান এমনটি জানান। এ সম্মেলনে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ভারত ও নেপালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। গোকুয়ান বলেন, দক্ষিণ এশিয়া ও চীনের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের অপার সম্ভাবনা রয়েছে। তিনি আরো জানান, বিভিন্ন উদীয়মান দেশের অর্থনীতি ও বাণিজ্য খাতে বর্তমানে যে অসম উন্নয়ন দেখা যাচ্ছে, তা দূর করতে চীন যথাসম্ভব কাজ করে যাবে। গোকুয়ান উল্লেখ করেন, গত কয়েক বছরে পাকিস্তানের সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্কে ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। ২০০০ সালে দেশ দু’টির মধ্যকার বাণিজ্যের আকার ছিল ৫৭০ কোটি ডলার। ২০১৫ সালে এসে তা ১০ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে। গত ১৫ বছরে দ্বিপক্ষীয় মোট চুক্তির আকার ১৪ হাজার ৯০০ কোটি ডলার বেড়েছে বলে গোকুয়ান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন-পাকিস্তান বাণিজ্যে ১৮.২% প্রবৃদ্ধি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ