Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইউনাইটেড হসপিটাল ও ড্রুক এয়ার কর্পোরেশনের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার ঃ ড্রুক এয়ার কর্পোরেশন লিমিটেডের কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারবর্গের জন্য মূল্যছাড় সম্বলিত বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ইউনাইটেড হসপিটাল লিমিটেডের সাথে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে। গত সোমবার ইউনাইটেড হসপিটালের চীফ, কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. সাগুফা আনোয়ার এবং ড্রুক এয়ার কর্পোরেশন লিমিটেডের সিনিয়র ষ্টেশন ম্যানেজার সোনাম ওয়াংচুক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন। ড্রুক এয়ার ভুটানের সরকারী বিমান সংস্থা, যা কয়েক দশক ধরে ঢাকার সাথে সরাসরি আকাশ পথে যাত্রী সেবা প্রদান করছে। এই চুক্তির আওতায় ড্রুক এয়ারে ভ্রমনকারী যাত্রীরাও বিশেষ মুল্যছাড়ে সুনির্দিষ্ট হেলথ চেক প্যাকেজের আওতায় স্বাস্থ্য পরীক্ষা করতে পারবে। উক্ত অনুষ্ঠানে ইউনাইটেড হসপিটাল লিমিটেড এবং ড্রুক এয়ার কর্পোরেশন লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউনাইটেড হসপিটাল ও ড্রুক এয়ার কর্পোরেশনের কর্পোরেট চুক্তি স্বাক্ষর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ