পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে কূটনীতিকদের অবহিত করেছে সরকার। গতকাল (রোববার) পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও আইনমন্ত্রী আনিসুল হক রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের এ বিষয়ে জানান। সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব এম শহীদুল হক উপস্থিত ছিলেন। জানা গেছে, ওই বৈঠকে ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়সহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও কূটনীতিকদের অবহিত করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে পশ্চিমা কূটনীতিকদের উদ্বেগের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক তাদের আশ্বস্ত করে বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া এবং সব সময় পরিবর্তনের সুযোগ আছে। গত মাসে আইনটি নিয়ে ইউরোপীয় দেশগুলি এক যৌথ বিবৃতিতে তাদের উদ্বেগ জানায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই আইন কেন প্রয়োজন সেই বিষয়ে ব্যাখ্যা করা হয় কূটনীতিকদের। কয়েকটি দেশের উদ্বেগের বিষয়ে আইনমন্ত্রী বলেন, এই আইন সম্পাদক পরিষদ, সাংবাদিক ও কূটনীতিকদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হয়েছে।
ডিজিটাল নিরাপত্তা আইনের ৯টি ধারা সংশোধনের দাবিতে আজ সোমবার মানববন্ধন করবে সম্পাদক পরিষদ। গত শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইনের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ ও ৫৩ ধারা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করবে। সম্পাদক পরিষদ কয়েক দিনের মধ্যে শুরু হতে যাওয়া বর্তমান সংসদের শেষ অধিবেশনে এ ধারাগুলো সংশোধনের দাবি জানিয়েছে।#
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।