Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জবির বাস থামিয়ে সার্জেন্টের চাঁদা দাবি

টঙ্গী সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৮, ১২:০১ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের একটি বাস থামিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে মশিউর নামে এক পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে। রোববার ক্যাম্পাসে আসার পথে গাজীপুরের টঙ্গী স্টেশন রোডে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের উল্কা-২ বাসটি টঙ্গী স্টেশন রোডে ইউটার্ন নেয়ার সময় সেখানে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট মশিউর বাস থামিয়ে চাঁদা দাবি করেন। এ সময় গাড়িচালক ওই সার্জেন্টকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গাড়ি বলে ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করেন। এরপরও ওই পুলিশ সার্জেন্ট চাঁদা চাইলে শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতন্ডা হয়। শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, পুলিশ ভিডিও করে শিক্ষার্থীদের ভয়-ভীতি প্রদর্শন করে। শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের নামে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ওই সার্জেন্ট।
এর আগে গত ৮ জুন চট্টগ্রামে দুই টেলিভিশন সাংবাদিক ও গাড়িচালককে পিটিয়ে আলোচিত হয়েছিলেন সার্জেন্ট মশিউর। সে সময় তাকে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছিল। উল্কা-২ বাসে যাতায়াতকারী শিক্ষার্থী রিফাত সাইদ প্রশ্ন তোলেন, একজন পুলিশ সার্জেন্ট কীভাবে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে চাঁদা দাবি করেন। কীভাবে তিনি বিশ্ববিদ্যালয়কে হেয়প্রতিপন্ন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পুলিশের পেশাদারিত্ব কতটা নিচে নেমে গেছে কল্পনা করা যায় না।
এ বিষয়ে জবি প্রক্টর নূর মোহাম্মদ বলেন, আমার কাছে এমন কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ওই পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে মামলা করে ব্যবস্থা গ্রহণ করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ সার্জেন্ট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ