Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসবিএসি ব্যাংক-এসএসএল’র চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক এবং অনলাইন পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান এসএসএল ওয়ারলেসের মধ্যকার এক সমঝোতা চুক্তি সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্পন্ন হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) তারিকুল ইসলাম চৌধুরী এবং এসএসএলের চিফ অপারেটিং অফিসার আশিষ চক্রবর্তী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময়ে ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান মো. গোলাম নবী, এসইভিপি মো. কামাল উদ্দিন, মহাব্যবস্থাপক মো. হাফিজুর রহমান ও আলতাফ হোসেন, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম প্রমুখ উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী, এসবিএসি ব্যাংকের কার্ডধারীরা পাঁচ হাজার টাকা ও তার অধিকমূল্যের সেবা ও পণ্য ক্রয়ে বিনাসুদে ৩ থেকে ২৪ মাস পর্যন্ত বিল পরিশোধে ইএমআই সুবিধা পাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসবিএসি ব্যাংক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ