ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু ধারা সংশোধনের দাবিতে আগামী ১৫ অক্টোবর সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে সম্পাদক পরিষদ। শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্য বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারার আমরা শুরু থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে আসছি। যে ধারাগুলো স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সে ধারাগুলো হল ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩, ৫৩। আসছে সংসদ অধিবেশনে ধারাগুলো উত্থাপন করে সংশোধনের উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানায় সম্পাদক পরিষদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্পাদক পরিষদের সদস্য ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। সূচনা বক্তব্য রাখেন সম্পাদক পরিষদের
সাধারণ সম্পাদক ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।
সম্মেলনে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, নিউএজ সম্পাদক নুরুল কবীর, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম, ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শহীদুজ্জামান, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, ইন্ডিপেন্ডেন্ট সম্পাদক শামসুর রহমান, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ প্রমুখ।