Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসব টার্গেট কিলিং-স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজধানীর কলাবাগানে জোড়া খুন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যাকা- ‘টার্গেট কিলিং’। দেশকে অস্থিতিশীল করতে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এ হত্যাকা- ঘটানো হয়েছে।
গতকাল (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন ।
তিনি দাবি করেছেন, অন্যান্য দেশের তুলনায় দেশে জঙ্গি তৎপরতায় যে ‘টার্গেট কিলিং’ হচ্ছে তা নিয়ন্ত্রণে রয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা পৃথিবীতে যে অস্থিরতা চলছে, সে অবস্থায় আমাদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র সব সময় ছিল। এখনো দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। পরিস্থিতি অস্থিতিশীল করতেই এ ধরনের টার্গেট কিলিং করা হচ্ছে।
মন্ত্রী বলেন, জঙ্গি তৎপরতা পুরোপুরি নিয়ন্ত্রণে তা বলব না। তবে নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের পুলিশ, গোয়েন্দারা কাজ করছেন। এসব টার্গেট কিলিং ২০ দলীয় জোটসহ সুবিধাভোগীরা করাচ্ছে। শিবির ও জঙ্গি সন্ত্রাসীরা কখনো জেএমবি, কখনো আনসারুল্লাহ বাংলাটিমের নাম বলে খুন করছে। আসলে জামায়াত-বিএনপি যাই হোক, শেকড় এক।
কলাবাগানে মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যাকা-ের বিষয়ে বলার মতো অগ্রগতি হয়নি। কিছু আলামত হত্যাকারীরা রেখে গেছে, প্রত্যক্ষদর্শীও রয়েছে। তদন্ত করে বিষয়টি জানা যাবে বলে জানান আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাশিমপুর কারাগারের সামনে কারারক্ষী খুনের ঘটনা বিচ্ছিন্ন, অন্য সাধারণ খুনের মতো। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কলাবাগানের খুন টার্গেট কিলিং।
তিনি বলেন, গাবতলী ও আশুলিয়ায় পুলিশ হত্যা, তাবেলা সিজার হত্যা, হোসিও কোনি হত্যাসহ কয়েকটি ঘটনার হত্যাকারীদের চিহ্নিত করা হয়েছে। তাদের অনেকেই গ্রেফতার হয়ে বিচারের মুখোমুখি রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসব টার্গেট কিলিং-স্বরাষ্ট্রমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ