Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুপ্তহত্যার পথ অনুসরণকারীরা পরাজিত হবেই-ইনু

প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : যারা আগুন সন্ত্রাস করেছে তারা পরাজিত হয়েছে এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এখন যারা গুপ্তহত্যার পথে হাঁটছে সরকারের উন্নয়নের জোয়ারে তারাও ভেসে যাবে।
গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ টেলিভিশনে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের প্রচারাভিযানের উদ্বোধন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, আগুন যুদ্ধের পরে গুপ্তহত্যার পথ যারা অনুসরণ করছে তাদের উদ্দেশ্যে বলব, আগুন যুদ্ধে যারা ছিলেন তারা পরাজিত হয়েছেন। আর গুপ্তহত্যার পথে যারা হাঁটছেন তারাও পরাজিত হবেন।
ইনু বলেন, বাংলাদেশকে আটকে রাখা যাবে না। বাংলাদেশ সামনে এগিয়ে যাবে।
সুতরাং শান্তি ও উন্নয়নের যে অভিযাত্রা চলছে সেটা চলতে থাকবে। এবং ১০টি উদ্যোগের সুফল আমরা ঘরে ঘরে পৌঁছে দেব।
সরকার ক্যাবল টিভি নেটওয়ার্ককে সন্ত্রাসমুক্ত রাখবে
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার ক্যাবল টিভি নেটওয়ার্ককে সন্ত্রাসমুক্ত রাখবে। এ সংক্রান্ত কোন অনিয়ম সহ্য করা হবেনা উলেখ করে তিনি বলেন, প্রচলিত আইন ও বিধি বিধান অনুসরণ করে সুষ্ঠুভাবে নেটওয়ার্ক পরিচালনায় কোনো বাধা নেই।
মন্ত্রী গতকাল মঙ্গলবার বিকেলে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মেগানেট ক্যাবল টিভির পরিচালক মীর হোসাইন আখতারের নেতৃত্বে ২০ সদস্যের ক্যাবল অপারেটরদের একটি দলের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) শাহজাদী আঞ্জুমান আরা, যুগ্ম-সচিব মো. নাসির উদ্দিন আহমেদসহ উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
এ সময় ক্যাবল অপারেটরবৃন্দ নেটওয়ার্ক পরিচালনায় সন্ত্রাসের সম্মুখীন হওয়া, নতুন ডিজিটাল সেট টপ বক্স প্রচলনের অনিশ্চয়তা ও ব্যবসায়িক ক্ষতির সংশয় ও ক্যাবল নেটওয়ার্কের আওতার মধ্যে নিজস্ব টেলিভিশন চ্যানেল প্রচারের দাবি তুলে ধরেন। মীর হোসাইন আখতার বলেন, আমরা নতুন ডিজিটাল পদ্ধতি প্রবর্তনের পক্ষে, কিন্তু তাতে করে কোন আইনানুগ ব্যবসায়ি যেন ক্ষতির সম্মুখীন না হন, সেদিকে দৃষ্টি দিতে হবে।
তথ্যমন্ত্রী তাদের সর্বোতভাবে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, ক্যাবল নেটওয়ার্কের আওতার মধ্যে নিজস্ব টেলিভিশন চ্যানেল সম্প্রচারের বিষয়ে নীতিমালা তৈরির ক্ষেত্রটি বিবেচনা করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুপ্তহত্যার পথ অনুসরণকারীরা পরাজিত হবেই-ইনু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ