Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাজেটে কালো টাকাকে বৈধতা না দিতে সরকারের প্রতি টিআইবির আহ্বান

প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাজেটে কালোটাকাকে বৈধতা দেয়া থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে বলা হয়, ২০১৬-১৭ অর্থবছরের জাতীয় বাজেটে কালোটাকাকে বৈধতা প্রদানের সুযোগ অব্যাহত রাখার বিষয়ে বিভিন্ন মহলের পক্ষ থেকে সরকারের কাছে দাবি উত্থাপনের প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ অসাংবিধানিক, অনৈতিক এবং বৈষম্য সৃষ্টিকারী সুযোগ প্রদান থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক। বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কালোটাকাকে বৈধতা প্রদান সংবিধানের ২০(২) ধারার সাথে সাংঘর্ষিক। এই চর্চা সরকারের নির্বাচনী অঙ্গীকারেরও পরিপন্থী এবং আর্থিক অনিয়মের প্রসারে সহায়ক ও সুরক্ষা প্রদানের সমার্থক। অবৈধ পথে উপার্জিত অর্থ বৈধ করার সুযোগ প্রদান যেমন একদিকে নৈতিক অবক্ষয়কে প্রশ্রয়ের দৃষ্টান্ত, তেমনি দীর্ঘদিনের অভিজ্ঞতায় এটিও প্রমাণিত যে, এ জাতীয় অসাধু চর্চার ফলে দেশের অর্থনীতি মোটেও উপকৃত হয় না। এ ধরনের সুযোগ রাজস্ব আদায়ের ক্ষেত্রেও কোনো সহায়ক ভূমিকা পালন করে না। অন্যদিকে কালোটাকাকে বৈধতা প্রদান দুর্নীতি সহায়ক মহল কর্তৃক সরকারের নীতি কাঠামোর অযাচিত প্রভাব বিস্তারের বিব্রতকর দৃষ্টান্ত।
তিনি আরো বলেন, এ ধরনের অনৈতিক দাবির কাছে নতি স্বীকার করে আসন্ন বাজেটে উল্লিখিত সুবিধা প্রদান করা হলে বর্তমান সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ভিশন-২০২১, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও জাতীয় শুদ্ধাচার কৌশলে বিধৃত নিজস্ব প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটবে। বরং কালোটাকা বৈধতা দেয়ার সুযোগ চিরতরে বন্ধ করার সুস্পষ্ট ঘোষণার মাধ্যমে সরকার জনগণের আস্থা অর্জনে এক ধাপ এগিয়ে যেতে পারে। একই সাথে বাজেট প্রণয়ন ও বাস্তবায়নে দক্ষতা, স্বচ্ছতা, উন্মুক্ততা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে টিআইবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাজেটে কালো টাকাকে বৈধতা না দিতে সরকারের প্রতি টিআইবির আহ্বান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ