পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে জব্দকৃত পাসপোর্ট তিন মাসের জন্য ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এজন্য ঢাকার মুখ্য মহানগর হাকিমকে নির্দেশ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি আবেদন নিষ্পত্তি করে ভারপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে ৬ সদস্যের বেঞ্চ আপিল এই আদেশ দেন। পরে মাহমুদুর রহমান মান্নার আইনজীবী অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান সাংবাদিকদের বলেন, তার (মাহমুদুর রহমান মান্না) যখন জামিন হয়, তখন একটা আদেশ ছিল তার পাসপোর্ট আদালতে জমা দিতে হবে। নির্দেশ মাফিক আদালতে পাসপোর্ট জমা দেয়া হয়। এরপর তিনি চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার জন্য আদালতের কাছ থেকে তিন মাসের জন্য পাসপোর্ট ফেরত পান। চিকিৎসার জন্য তার আবার বিদেশ যাওয়া প্রয়োজন। এজন্য তিনি পাসপোর্ট চেয়ে আবেদন করেন। তার এ আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ তাকে তিন মাসের জন্য পাসপোর্ট ফেরত দেয়ার জন্য আদালতকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ তার আদেশে বলেছেন, চিকিৎসা শেষে দেশে ফিরে মান্নাকে আবারও তার পাসপোর্ট জমা দিতে হবে। এর আগে ২০১৭ সালের ২৪ আগস্ট মান্নার জব্দকৃত পাসপোর্ট তিন মাসের জন্য ফেরত দেয়ার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। মান্নার আইনজীবী আরও জানান, রাষ্ট্রদ্রোহ ও সেনা উসকানির অভিযোগে করা পৃথক দুটি মামলায় ২০১৬ সালের ২৮ নভেম্বর আপিল বিভাগ হাইকোর্টে দেয়া জামিনও বহাল রাখেন। সেদিন আপিল বিভাগ তার আদেশে বলেন, মামলা দুটিতে পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত তার জামিন বহাল থাকবে। এ ছাড়া তার পাসপোর্ট নি¤œ আদালতে জমা রাখতে হবে। সে অনুযায়ী তার পাসপোর্ট নিম্ন আদালতে জমা রাখা আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।