Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাতনীকে উত্ত্যক্ত করতে নিষেধ করায় খুন হন ভেড়ামারার স্কুল-শিক্ষক

প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ভেড়ামারা উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার ভেড়ামারায় বখাটের হাতে খুন হওয়া শিক্ষক মজিবুর রহমান সর্দার (৬৮) তার নাতনীকে উত্ত্যক্ত করতে নিষেধ করার বলি হলো। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ৮ম শ্রেণী পড়–য়া নাতনীকে মাঝে মধ্যে উত্ত্যক্ত করতো একই এলাকার মৃত আইয়ুব মালিথার ছেলে আরিফুর রহমান আরিফ।
উত্ত্যক্ত করতে নিষেধ করে শিক্ষক মজিবুর রহমান। তারপরেও এমন উত্ত্যক্তের ঘটনা ঘটলে সোমবার সকালে সালিশ করে প্রশাসনের সহযোগিতা নিয়ে বিষয়টির সমাধান করেন এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ ঘটনায় ক্ষুব্ধ হয় বখাটে আরিফ। এরপর ওইদিন সোমবার রাতেই উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ সর্দারপাড়া গ্রামের বাসিন্দা ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমান সর্দার ও তার মেজভাই মিজানুর রহমান সর্দার এবং ছোট ভাই মিনারুল ইসলাম সর্দার মসজিদ থেকে এশার নামাজ আদায় করে বাড়িতে ফিরছিলেন। পথে বখাটে আরিফসহ তার সহযোগীরা অতর্কীতে তাদের উপর হামলা চালায়। এ সময় বখাটে আরিফ ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে দুইভাইকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান শিক্ষক মজিবুর রহমান। গুরুতর আহত হন তার মেজভাই ব্যবসায়ী মিজানুর রহমান এবং পালিয়ে যেতে সক্ষম হয় ছোটভাই মিনারুল ইসলাম।
নিহত মজিবুর রহমানের ভাগ্নে ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাজাহান আলী বলেন, মিজানুর রহমানের নাতনীকে একই এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে আরিফুল ইসলামসহ তার কয়েকজন সহযোগী উত্ত্যক্ত করে আসছিল। আমার মামা মজিবুর রহমান উত্ত্যক্ত করায় ক্ষুব্ধ হয়ে আরিফুল ইসলাম ও তার সহযোগী একই এলাকার নজরুল ইসলামের ছেলে নয়ন, নূর মালিথার ছেলে কমলসহ লালিম, কবি, ছুনারুল,আশরাফ, নবা ও শিহাবসহ আরও অনেকে এ ঘটনা ঘটিয়েছে।
ভেড়ামারা থানার ওসি নূর হোসেন খন্দকার জানান, ইভটিজিং-এর ঘটনার কারণে বখাটের হাতে স্কুল-শিক্ষক মজিবুর রহমান খুন হয়েছে এবং নিহতের ভাই মিজানুর রহমান গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাতনীকে উত্ত্যক্ত করতে নিষেধ করায় খুন হন ভেড়ামারার স্কুল-শিক্ষক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ