Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ঘটনার সময়ে অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন

ব্রিগেডিয়ার (অব.) রহিমের স্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদন্ড পাওয়া ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমের স্ত্রী শিরিন রহিম তাঁর স্বামীকে নির্দোষ বলে দাবি করেছেন। তাঁর স্বামী ঘটনার সময়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও বলেছেন তিনি। রায় ঘোষণার পর আদালত চত্বরের বাইরে আবদুর রহিমের স্ত্রী শিরিন রহিম সাংবাদিকদের বলেন, বিএনপি আমলে তাঁর স্বামী এনএসআইয়ে থাকার কারণে তাঁকে আসামি করা হয়। মাঠপর্যায়ের একজন কর্মকর্তা ও গাড়ির চালককে ডাকা হলেও তাঁরা কোনো সাক্ষ্য দেননি বলে জানান। তিনি বলেন, আমার জীবনে হয়তো আমি অপরাধ করতে পারি, ভুল অন্যায় করতে পারি। কিন্তু আমার স্বামী জীবনে মিথ্যা কথা বলেনি, অন্যায় কাজ করেনি। করতে পারলে হয়তো জীবনে অনেক কিছু করতে পারতেন। আমার চল্লিশ বছরের বিবাহিত জীবনে তাকে কোনো অন্যায়ের পক্ষ নিতে দেখিনি। এমন কোনো মানুষ নেই উনার জন্য দোয়া করে না। এই রায় প্রত্যাখ্যান করছি।
তিনি দাবি করে বলেন, তাঁর স্বামী কোনো অন্যায় কাজ করেননি। শিরিন রহিম বলেন, আমার স্বামী নির্দোষ। তিনি এসবের সঙ্গে জড়িত ছিলেন না। তাঁর বিরুদ্ধে কোনো সাক্ষীও ছিল না। এ রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব।এ ছাড়া তাঁর স্বামী ঘটনার সময়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বলেও দাবি করেন।
প্রসঙ্গত, গ্রেনেড হামলা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমকে বিচার ফাঁসির আদেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেনেড হামলা

২২ আগস্ট, ২০২০
২১ আগস্ট, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ