Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

রায় প্রত্যাখ্যান বিএনপির

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৮, ২:৩০ পিএম

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে রাজনৈতিক প্রতিহিংসা ও ফরমায়েসি রায় উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপিবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই রায় রাজনৈতিক প্রতিহিংস নগ্ন বহি:প্রকাশ। এটি ফমায়েসি রায়, আমরা প্রত্যাখ্যান করছি। বুধবার (১০ অক্টোবর) দুপুরে রায় পরবর্তী তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি একথা বলেন।
তিনি বলেন, এই অনির্বাচিত সরকাকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার আহবান জানাচ্ছি। আইনগত ও রাজনীতিক কর্মসূচি থাকবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহেম্মদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রায়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ