বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে এবার ছাত্রদলকে নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব
রুহুল কবির রিজভী। মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুর ১টা ৪০ মিনিটে রিজভী আহমেদের নেতৃত্বে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ রাজধানীর বাটার সিগন্যাল মোড়ে মিছিল করে। মিছিলটি বাটার সিগন্যাল মোড় থেকে শুরু হয়ে সায়েন্সল্যাবরেটরির দিকে আলপনা প্লাজার সামনে গিয়ে শেষ হয়। এসময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হাসান সোহান, সহ
সাধারণ সম্পাদক রাজিব আহসান চৌধুরী পাপ্পু, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, ছাত্রকল্যাণ সম্পাদক আবু ফয়সাল জিহাদ, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পার্থ দেব মন্ডল, সহ সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসেন, সহ সম্পাদক হুমায়ন কবির সুমন, সহ ধর্ম সম্পাদক মোল্লা মোহাম্মদ মুসা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, সহ সভাপতি আমিনুল ইসলামসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
এর আগে একই দাবিতে সকাল পৌনে ৮টায়
রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর স্কয়ার হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে পান্থপথ মোড় পর্যন্ত একটি মিছিল করে। এতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।