পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
হাইকোর্টের নির্দেশে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড পুনর্গঠনের একদিন পর আবারও পরিবর্তন করা হয়েছে। পুনর্গঠিত বোর্ডের কার্ডিওলজি বিভাগের প্রফেসর সজল কৃষ্ণ ব্যানার্জী দীর্ঘদিন ধরে বিদেশে থাকায় তাকে বাদ দিয়ে কার্ডিওলজি বিভাগের তানজিনা পারভীনকে বোর্ডে অন্তর্ভূক্ত করা হয়েছে। পুনর্গঠিত মেডিকেল বোর্ডে প্রধান হিসেবে আগের মতোই রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের প্রফেসর আবদুল জলিল চৌধুরী। বোর্ডে সদস্য রয়েছেন রিউমেটোলজি বিভাগের প্রফেসর সৈয়দ আতিকুল হক, অর্থোপেডিক বিভাগের প্রফেসর নকুল কুমার দত্ত ও ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ। এর আগে শনিবার গঠিত বোর্ড থেকে বাদ দেয়া হয় কার্ডিওলজি বিভাগের প্রফেসর হারিসুল হক, অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রফেসর আবু জাফর চৌধুরী ও চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক তারেক রেজা আলী। তিনজন চিকিৎসককে বাদ দিয়ে তাদের স্থানে নতুন তিনজনকে নিয়ে মেডিকেল বোর্ড পুনর্গঠিত হয়।
এদিকে অনেকদিন ধরে বিদেশে থাকার পরও কিভাবে সজল কৃষ্ণ ব্যানার্জীকে রাখা হলো তা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।