Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নির্বাচন কারো জন্য থেমে থাকবে না

ভোলায় বাণিজ্যমন্ত্রী

ভোলা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

আগামী জাতীয় সংসদ কারো জন্য থেমে থাকবে না উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে এবং কোন ষড়যন্ত্র নির্বাচন ঠেকাতে পারবে না।। গতকাল ভোলা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগকালীন সময়ে ডিজিটাল পদ্বতিতে খাদ্য ও বীজ সংরক্ষণ প্রকল্পের আওতায় পারিবারিক সাইলো বিতরণকালে তিনি এ সব কথা বলেন। তিনি বলেন প্রধানমস্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। দারিদ্রতা ও ক্ষুধা আজ নিরুদ্দেশ। নির্বাচনকালীন সরকার নিয়ে তিনি বলেন, প্রধানমস্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছোট আকারে একটি সরকার থাকবে। তারা রুটিন ওয়ার্ক করবে। নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করবে এবং তারাই নির্বাচন পরিচালনা করবেন। সে ক্ষেত্রে সকল দলের অংশগ্রহণেই নির্বাচন হবে তিনি আশা করেন। তবে কেউ যদি সে নির্বাচনে না আসে সে জন্য নির্বাচন থেমে থাকবে না। তিনি আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য বিএনপি জামাত ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে আমরা জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবো। ভোলা সদর উপজেলা অডিটোরিয়াম হলে নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রনালয়ের সচিব মোঃ শাহাবুদ্দিন আহমদ, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা আ›লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ভোলা সদর উপজেলায় মোট ৮০০০ হাজার সুবিধাভোগী পরিবার এ সাইলো পাবেন। এ ছাড়াও ৩৫০ জনকে পানির ড্রাম, বয়া ও কন্টেইনার দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাণিজ্যমন্ত্রী

২৩ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ