Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাষা-সংস্কৃতি রক্ষায় সংবিধানে ‘ইসলামিকরণ’ নিষিদ্ধ -হাঙ্গেরীর প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক
ভাষা ও সংস্কৃতি রক্ষার স্বার্থে দেশের সংবিধান ‘ইসলামিকরণ’কে নিষিদ্ধ করেছে বলে জোর দিয়ে বলেছেন হাঙ্গেরীর প্রধানমন্ত্রী। ভিক্টর ওরবান আরো বলেন, শৃঙ্খলা বিপন্নকারী গণ-অভিবাসনের বিরোধিতা করতে সরকারকে বাধ্য করেছে দেশের সংবিধান। হাঙ্গেরীর নতুন সংবিধানের পঞ্চমবার্ষিকী উপলক্ষে গতকাল পার্লামেন্টে ভাষণে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী ওরবান বলেন, ‘আমি স্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, হাঙ্গেরীতে সাংবিধানিকভাবে ইসলামিকরণ নিষিদ্ধ’। তাদের দেশের ভেতর দিয়ে অন্য ইউরোপীয় দেশে গমণেচ্ছু অভিবাসীদের ঠেকাতে হাঙ্গেরী দক্ষিণ সীমান্তে কাঁটা তারের বেড়া দিয়েছে। ওরবান বলেন, তিনি চান পূর্ব ইউরোপের দেশগুলোতে অভিবাসীদের সংখ্যা শূন্যে নামিয়ে আনতে। কাঁটা তারের বেড়া দেবার আগে পশ্চিম ইউরোপে প্রবেশের লক্ষ্যে প্রায় ৪ লাখ অভিবাসী ২০১৫ সালে তাদের দেশে প্রবেশ করে বলে জানান হাঙ্গেরীর প্রধানমন্ত্রী। সূত্র : এপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাষা-সংস্কৃতি রক্ষায় সংবিধানে ‘ইসলামিকরণ’ নিষিদ্ধ -হাঙ্গেরীর প্রধানমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ