Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবারের মতো রিজার্ভ ২৯ বিলিয়ন ডলার ছাড়ালো

প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : প্রথমবারের মতো কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ দুই হাজার ৯০০ কোটি ডলার অর্থাৎ ২৯ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। এর আগে গত ফেব্রুয়ারিতে ২৮ বিলিয়ন ডলার ছাড়ায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ। গতকাল বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রপ্তানিতে ভালো প্রবৃদ্ধি হচ্ছে। এছাড়া বিশ্ববাজারে জ্বালানি তেল ও খাদ্যপণ্যের দাম কমেছে। আর এর ফলে আমদানি ব্যয় কমেছে। মূলত এসব কারণেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। এর আগে গত বছরের ২৯ অক্টোবর প্রথমবারের মতো তা ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। গত বছরের আগস্টে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার, জুনে ২৫ বিলিয়ন ডলার, এপ্রিলে ২৪ বিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারিতে ২৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রথমবারের মতো রিজার্ভ ২৯ বিলিয়ন ডলার ছাড়ালো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ