Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেসিকের সাবেক কর্মকর্তা শিপারের জামিন খারিজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

 দুর্নীতির মামলায় বেসিক ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক ও গুলশান শাখার ব্যবস্থাপক শিপার আহমেদের জামিন আবেদনে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তার জামিন আবেদনের ওপর জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এ রায় দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আবদুল মতিন খসরু। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরীন ও এ কে এম আমিন উদ্দিন। দুদকের পক্ষে কামরুন্নেসা রতœা। পরে এ কে এম আমিন উদ্দিন বলেন, ৬৮ কোটি ৮১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় শিপার আহমেদসহ সাতজনের বিরুদ্ধে ২০১৫ সালের ২১ সেপ্টেম্বর মামলাটি করেন দুদকের উপ-সহকারী পরিচালক জয়নাল আবেদীন। এ মামলায় শিপার আহমেদ জামিন আবেদন করলে হাইকোর্ট রুল জারি করেন। ওই রুল খারিজ করে দেন আদালত। অর্থাৎ তার জামিন আবেদন খারিজ হয়ে যায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামিন

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ