Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮ কেন্দ্রে পুনরায় ভোট ১৩ অক্টোবর

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

ভোট গ্রহণের ৬৩ দিন পর গতকল বিকেলে নির্বাচন কমিশন থেকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র পদে মহাজোট প্রার্থী সাদিক আবদল্লাহকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তবে ৩০ জুলাই-এর বিতর্কিত ঐ নির্বাচনে ৮টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নির্দেশনাও দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ১৩ অক্টোবর এসব কেন্দ্রে ভোট গ্রহণের সম্ভবনা রয়েছে বলে জানা গেছে। ভোটের দু’মাস পরে গতকাল মেয়র ও কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের ফলাফল সরকারিভাবে ঘোষণা করা হল।
নজিরবিহীন বিশৃঙ্খলা-অনিয়ম ও বুথ দখলসহ ভোটরদের ব্যালট পেপার ছিনতাই-এর মাধ্যমে গত ৩০ জুলাই বরিশাল সিটি করপোরেশনের ৪র্থ নির্বাচন অনুষ্ঠিত হয়। মহাজোট প্রার্থী ছাড়া অন্যসব দলীয় প্রার্থীরা দুপুর ১১টার মধ্যেই নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
নির্বাচনের দিন পোলিং অফিসার কাউনিয়া এলাকার একটি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করেন। রিটার্নিং অফিসার ১৬টি কেন্দ্রের ফলাফল স্থগিত করেন। নির্বাচনের পরে আরো ৩৯টি কেন্দ্রের ভোট গ্রহণ নিয়ে কাউন্সিলর প্রার্থীদের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন গঠিত তদন্ত কমিটি দু’দফা বরিশাল সফর করে এসব কেন্দ্রে অনিয়মের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন প্রদানের পরে। কমিশন বন্ধ ঘোষিত ১টি ও ফলাফল স্থগিতের ১৬টির মধ্যে ৮টিতে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। তবে তদন্ত কমিটি কোন কেন্দ্র পরিদর্শনসহ ভোটারদের জবানবন্দি গ্রহণ করেনি।
আগামী ১৩ অক্টোবর পুনরায় ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশন থেকে জেলা ও পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ শুরু করেছে বলে জানা গেছে। তবে আসন্ন এ ভোট গ্রহণ প্রক্রিয়ায় মেয়র প্রার্থী নির্বাচনে কোন প্রভাব পড়বে না। শুধুমাত্র কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে এ নির্বাচনে। তবে আসন্ন গ্রহণও কতটুকু নিরপেক্ষ ও অবাধ হবে তা নিয়ে সাধারন ভোটারদের মধ্যে সংশয় রয়েছে ষোল আনা। কাউন্সিলর প্রার্থীরা পোস্টার, ব্যানারসহ মাইকে আর কোন প্রচারণা চালাতে না পারলেও গতকাল থেকেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দোয়া চাইতে শুরু করেছেন অনেকেই।



 

Show all comments
  • Malcolm ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৬ এএম says : 0
    casino slots online card games bonus slots no deposit casino real money pro
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটি করপোরেশন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ