Inqilab Logo

রোববার ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১, ০৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবাসীদের জন্য সউদী আরব গ্রিনকার্ড চালু করছে

প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সউদী আরব আগামী ৫ বছরের মধ্যে ‘গ্রিনকার্ড’ সিস্টেম চালু করবে। সে দেশে বসবাসরত প্রবাসীদের এটা দেয়া হবে। সউদী আরবে বিনিয়োগ পরিবেশ উন্নয়নের লক্ষ্যে এই ব্যবস্থা চালু করা হচ্ছে। এর ফলে সেদেশে বসবাসরত প্রবাসীরা আরো অধিকার লাভ করবে। ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গতকাল এ তথ্য জানান।
এক টিভি সাক্ষাৎকারে তিনি বলেন, সউদী আরবে ব্যাপক সংস্কারের পরিকল্পনা নেয়া হয়েছে। এর একটি হচ্ছে গ্রিনকার্ডের প্রস্তাব। তিনি বলেন, তেলের মূল্য বৃদ্ধি ব্যারেলপ্রতি ৭০ ডলারে ফিরে এলেও এসব সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ডেপুটি ক্রাউন প্রিন্স ২০২০ সাল নাগাদ তেলের রাজস্বের ওপর রিয়াদের নির্ভরশীলতার অবসান ঘটানোরও অঙ্গীকার করেন। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রবাসীদের জন্য সউদী আরব গ্রিনকার্ড চালু করছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ