Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোহাম্মদ সাদিক পিএসসির নতুন চেয়ারম্যান

প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : পিএসসির সদস্য মোহাম্মদ সাদিককে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল সোমবার সাবেক এই সচিবকে পিএসসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে আদেশ জারি করে। পিএসসির চেয়ারম্যান হিসেবে তিনি ইকরাম আহমেদের স্থলাভিষিক্ত হলেন। ইকরাম আহমেদের চাকরির মেয়াদ গত ১৩ এপ্রিল শেষ হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রেসিডেন্ট তাকে ওই পদে নিয়োগ দিয়েছেন। কমিশনের সদস্য পদ থেকে পদত্যাগ করলে এই নিয়োগ কার্যকর হবে। অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকার সময় ২০১৪ সালের ২৭ অক্টোবর পিএসসির সদস্য হিসেবে নিয়োগ পান মোহাম্মদ সাদিক। এর আগে শিক্ষা মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের সচিবের দায়িত্ব পালন করেন সাদিক। ১৯৮২ সালের নিয়মিত বিসিএস ব্যাচের কর্মকর্তা সাদিক ১৯৫৫ সালের ১৯ সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোহাম্মদ সাদিক পিএসসির নতুন চেয়ারম্যান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ