পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছে, জাতীয় ঐক্যের নামে যে ঐক্য হয়েছে তা নির্বাচন অনুষ্ঠানের নয়, বরং নির্বাচন বানচালের ঐক্য। বাংলাদেশটাকে কিভাবে সংবিধানের বাইরে ঠেলে দেওয়া যায় এবং নির্বাচনটা যাতে যথাসময়ে না হয় তার পাঁয়াতার করা হচ্ছে। কামাল হোসেন ও বি চৌধুরীরা যে ঐক্য করেছেন তা রাজাকার, যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজদের রক্ষার ঐক্য।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউজে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
যারা রাজাকারের দালালি করেছে, সামরিক শাসনের দালালি করেছে এবং যারা জঙ্গিবাদের পক্ষে সমর্থন দিয়েছে তাদের সাথে কামাল হোসেন ও বি. চৌধুরীরা কিভাবে হাত মেলালো সে প্রশ্ন তুলে ইনু আরও বলেন, জামায়াতের নিবন্ধন থাক বা না থাক তারা ২০ দলীয় জোটের শরিক। এ কারণে তারা আগে বলল বিএনপির সঙ্গে জামায়াত থাকলে তারা যাবে। এরপর কি এমন ঘটলো যে কামাল হোসেন ও বি. চোধুরীরা ফখরুল ইসলামকে মাঝখানে রেখে হাত নেড়ে উল্লাস প্রকাশ করেন। এ উল্লাস বাংলাদেশের বিরুদ্ধে। এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদ সাধারণ সম্পাদক আহমদ আলী, জাসদ নেতা কারশেদ আলীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।