Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দেয়া হলো না তরিকুলের

রাবি | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্রলীগের হামলায় দুই পা ভেঙে যাওয়া তরিকুল ইসলামকে মেডিক্যালে বসে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দেওয়ার অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অসুস্থ অবস্থায় গতকাল বুধবার মাস্টার্স চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে হয়েছে।
তরিকুলের সহপাঠী মাসুদ মোন্নাফ বলেন, দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর নিজ বাড়িতে বিশ্রামে ছিল তরিকুল। এর মধ্যে তার মাস্টার্স চূড়ান্ত পরীক্ষার তারিখ নির্ধারিত হয় গতকাল বুধবার থেকে। এ অবস্থায় পরীক্ষায় বসার আগ্রহ ছিল না তার। কিন্তু সহপাঠীরা তাকে পরীক্ষায় বসার অনুরোধ করেন এবং দুইদিন আগে তাকে রাজশাহী নিয়ে আসেন।
কোটা আন্দোলনের রাবি শাখার সমন্বয়ক মাসুদ মোন্নাফ বলেন, তরিকুল নিজ পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারে না। এ অবস্থায় তার জন্যে মেডিক্যালে বসে পরীক্ষার আবেদন করা হয়। ২৪ সেপ্টেম্বর দুপুরে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং তরিকুলকে দেখার পর রাবি চিকিৎসাকেন্দ্রের ডাক্তার মেডিক্যালে বসে পরীক্ষার অনুমোদন দেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দফতর থেকে তাকে অনুমোদন দেওয়া হয়নি। এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের প্রশাসক অধ্যাপক বাবুল ইসলাম জানান, নিয়ম অনুযায়ী ছোঁয়াচে রোগের ক্ষেত্রে মেডিক্যালে বসে পরীক্ষার অনুমতি দেওয়া হয়। তরিকুল ছোঁয়াচে রোগী না হওয়ায় অনুমোদন পায়নি। তরিকুল জানান, আমি বসে থাকতে পারি না, কষ্ট হয়। আমার বন্ধুরা অনুরোধ করে আমাকে পরীক্ষা দিতে রাজি করিয়েছে। আমি যেহেতু শারীরিক দিক দিয়ে ডিজেবল, তাই আমি মেডিক্যালে বসে পরীক্ষা দিতে চেয়েছিলাম। কিন্তু প্রশাসন অনুমতি দেয়নি। এতে আমি খুবই মর্মাহত। কারণ আমার বেঞ্চে বসে পরীক্ষা দেওয়ার মতো অবস্থা নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ