Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপিকেএস ও ‘জবসবিডি’র যৌথ উদ্যোগে দু’দিনব্যাপী কর্মসংস্থান মেলা শুরু

প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) এবং দেশের শীর্ষ স্থানীয় জবপোর্টাল ‘জবসবিডি’র যৌথ উদ্যোগে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় গতকাল দেশে প্রথমবারের মত “আমাদেরও আছে কাজ করার অধিকার” শীর্ষক কর্মসংস্থান মেলা রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে শুরু হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সভাপতি ও ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মোঃ সবুর খান, প্রফেসর ড. মার্সিয়া এইচ রিউক্স, স্কুল অব হেলথ পলিসি এন্ড ম্যানেজমেন্ট, ইয়র্ক ইউনিভার্সিটি কানাডা, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি মোস্তফা জব্বার ও আনোয়ার গ্রুপের প্রধান মানব সম্পদ উন্নয়ন কর্মকর্তা কাজী রাকিবুদ্দিন। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ আবদুস সাত্তার দুলাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জবসবিডি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও মেলার আহ্বায়ক কে এম হাসান রিপন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র আনিসুল হক বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় বরং উপযুক্ত পরিবেশ এবং কর্মের সুযোগ পেলে তারাও জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। তিনি প্রতিবন্ধকতাকে নয় বরং প্রতিবন্ধীদের দক্ষতা, যোগ্যতা ও সামর্থ্যকে তুলে ধারার আহ্বান জানান। তিনি প্রতিবন্ধীদের কাজের যোগ্যতা ভিত্তিক একটি তালিকা প্রণয়নের জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান যাতে আগ্রহী প্রতিষ্ঠানসমূহ সেই তালিকা অনুযায়ী নিয়োগ প্রদান করতে পারে। তিনি অনুষ্ঠানে ১৫০০ প্রতিবন্ধীর কর্মসংস্থানের দায়িত্ব গ্রহণের কথা ঘোষণা করেন। তিনি আয়োজকদের শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে এর উদ্দেশ্য সফল করতে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
মোঃ সবুর খান বলেন, প্রতিবন্ধীরা পৃথিবীর সর্বত্র সম্মানিত ও আদরণীয়, তাই আমাদেরও উচিত তাদের বিষয়ে চিন্তা-ভাবনা করা এবং যথাযথ সম্মান, প্রয়োজনীয় সহায়তা ও কর্মসংস্থান দিয়ে সহযোগিতা করা। তিনি বলেন, বাংলাদেশের প্রায় ২ (দুই) কোটি ৪০ (চল্লিশ) লক্ষ প্রতিবন্ধী ব্যক্তিদের উৎপাদনশীল কর্মকা-ে নিয়োজিত করে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নকে যথার্থ ও ত্বরান্বিত করতে সক্রিয় ভূমিকা রাখবে। তিনি আয়োজকদের প্রতিবছর এ মেলা নিয়মিত আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান এবং এ ক্ষেত্রে প্রয়োজনীয় কর্মশালা, ব্রেন-স্টর্মিং, আইডিয়া উদ্ভাবনসহ সকল প্রকার কাজে ড্যাফোডিল গ্রুপের সার্বিক সহযোগিতার আশ^াস দেন। তিনি আরো বলেন, ড্যাফোডিল গ্রুপ গত কয়েক বছর ধরে প্রতিবন্ধীদের সহায়তায় নীরবে কাজ করে যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপিকেএস ও ‘জবসবিডি’র যৌথ উদ্যোগে দু’দিনব্যাপী কর্মসংস্থান মেলা শুরু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ